এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৮ ] বসন্তসমীরণযোগে অনুক্ষণ অামার প্রাণ প্রফুল্ল হইতেছে, স্থা ই প্রণয়ীর জীবন সুখকর } পুষ্প আবরণমুক্ত না হইতেই প্রস্থানের উদ্যোগ করিল, কুহুমপ্রিয় বোল বোল বিহঙ্গ, তুমি আৰ্ত্তনাদ কর ; আহতছদয়ের মধুর ধ্বনি সুখকর । নিশায় নিনাদকারী বিহঙ্গদিগের সম্বন্ধে সুসংবাদ এই যে, প্রেমের পথে নিশাজাগরু কদিগের ধ্বনি সখার পক্ষে সুখকর । পুপের রসনাযোগে এই ধ্বনি আমার কর্ণগোচর হইয়াছে যে, “এই পুরাতন পুথিবীতে লঘুভার ব্যক্তির কার্য্য সুখকর ।” হাফেজ, সংসারতাগই চিত্ত্ব প্রফুল্লতার পন্থা, তুমি মনে করি ও না যে, সংসারিকদিগের অবস্থা মুখের অবস্থা । ৩৭ ৷ o g SSAAAS S S S CS S S S যদি অনুগ্রহ করিয়া ডাক প্রচুর অতুগ্রহ হয়, যদি ক্রোধ করিয়া তাড়াইয়া দাও তাহাতে ও আমার অন্তর অবিকৃত, তোমার গুপের বর্ণনা সাধ্যের অতীত, যেহেতু তোমার গুণ অনিৰ্ব্বচনীয় । প্রেমের চক্ষে সখার মুখ দর্শন করা যায়, সুরূপের মুখজ্যোতি দিগিদগন্তর বিস্তৃত । o - যদি স্বর্গের সুরাও হয় বিসর্জন কর, সখার অদর্শন অবস্থায় যে কোন সুমিষ্ট পানীয় আমাকে প্রদান করিবে তাহাই গুরুতর শাস্তি । নেত্র, জাগরিত থাক, এই নিদ্রার ভূমিতে অবিশ্ৰান্ত স্রোত চলিতেছে, তাহাতে নিৰ্ভয়ে থাকিতে পারা ষায় না । প্রেমাম্পদ তোমার নিকট দিয়া আবরণমুক্ত হইয়! যাইতেছেন, কিন্তু অপর লোক আবরণে আবৃত দর্শন করে।