এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f ८१ - ] উদানে কুহুম ও সরল তরুর পাশ্ব হইত সেই মুবদন ও সুততুর অভিলাষে বসন্তসমীবণ প্রবাহিত হইয়াছে। যদি আমি তোমার গম্যপর্থে অসিমাছি আশ্চৰ্য্য নহে, আমার দ্যায় এ স্থানে সহস্র দীন দুঃখী আছে । যদিচ তোমা হইতে দূরে পড়িয়াছি, (তোমা হইতে কেহ দূর ন। হটক ) কিন্তু অচিরে তোমার সঙ্গে সম্মিলনের আশা আছে।. এমন প্রেমিক কে আছে যে, সখ। তাছার প্রতি দৃষ্টিপাত্ত করেন নাই, ভদ্র, দুঃখ নাই, যেহেতু চিকিৎসক আছেন । প্রেমেত্তে প্রতিমালয় ও তপস্যাকুটীরের নিয়ম নাই, যে স্থান হউক না কেন সেই স্থানেই সখীর মুখজ্যোতি বিদ্যমান। হাফেজ, এই বৈরাগাবস্ত্র ফেলিয়া দাও, তাহা হইলে প্রাণ বাচাইতে পরিবে, যেহেতু কপটতা ও অভিমানপুঞ্জে অগ্নি লাগিয়াছে । ৪৩ ৷ —:)1 9-سے বসন্তসমীরণ, যদি সখার রাজ্যে তুমি গমন কর তবে সখার সুগন্ধীকৃত কুন্তল হইতে কিঞ্চিৎ সৌরভ আনয়ন করি ও । তুমি সখার কোন সংবাদ আমার নিকটু আনয়ন করিলে র্তাছার প্রাণের শপথ যে, আমি কৃতজ্ঞতার সহিত প্রাণ উৎসর্গ করিল। যদি তুমি সেই সভায় উপস্থিত হইতে ন পার তবে আমার নয়নাঞ্জনের জন্য সখার দ্বারের কিঞ্চিৎ ধূলি আনয়ন করিও। আমি দীন হীন, এদিকে র্তাহার সঙ্গে সন্মিলনের আকাজক্ষা, হায় ! হায় ! তবে স্বপ্নযোগে লখার রূপ লাবণ্য দেখিব । ঘদিচ সখা কোন ৰন্থর, বিনিয়মে আমাকে ক্রয় করেন না, 8