২ অধ্যায়। আদিপুস্তক । & ও ভূমিস্থ সজীব উরোগামি জন্তু, এই সকলের জাহ ৩১ রার্থে তাবৎ হরিদ ওষধি দিলাম ; তাহাতে cनैझे गड হইল। পরে ঈশ্বর আপন সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টি কারণুে সকলকেই উত্তম দেখিলেন। এবং সন্ধ্যা ও প্রাতঃকাল হইলেষষ্ঠ দিবস হইল। ১০ e • ২ অধ্যায়। ১ বিশ্রাম বারের নিৰূপণ, ৪ ও সৃষ্টির বৃত্তান্ত, ৭ ও এদন উদ্যান প্রস্তুত করণ, ১৫ ও তাহার মধ্যে মনুষ্য স্থাপন, ১৮ ও স্ত্রীর সৃষ্টির বৃত্তান্ত। ' ১ এই ৰূপে আকাশের ও পৃথিবীর এবং তদুভয়স্থ সমস্ত ২ বস্তুর সৃষ্টি * সাঙ্গ হইল। পরে সপ্তম দিনে ঈশ্বর আপন কৃত কুৰ্ম্মসমাপ্ত করিয়া আপনকৃত কার্য হইতে বিশ্রাম । ৩ করিলেন। এবং ঐ দিন সমুন্ত সৃষ্ট ও কৃত কাৰ্য্য হইতে বিশ্রামের দিন হওয়াতে ঈশ্বর অণশীৰ্ব্বাদ করিয়া ঐ, সপ্তম দিনকে পবিত্র করিলেন । ১১ . ৪ সৃষ্টি কালে আকাশের ও পৃথিবীর এই বিবরণ। . যে সময়ে প্রভু পরমেশ্বর পৃথিবীর ও আকাশের সৃষ্টি ৫ করিলেন, সেই সময়ে ক্ষেত্রে কোন তৃণ ছিল না, ও । ক্ষেত্রে কোন ওষধি ছিল না; কেননা প্রভু পরমেশ্বর পৃথিবীতে বৃষ্টি করাইতেন না, ও কৃষি কৰ্ম্ম করিতে ভূ মনুষ্য ছিলন। কিন্তু পৃথিবী হইতে কুজৰাটিকা উঠিয় তাবৎ ভূমিকে জল ভিষিক্ত করত। ২ * * (ইব্র সৈন্য (বা) স্রোত ।
পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।