>8 আদিপুস্তক। [৫ অধ্যায় ? ভূৰুলকাবিলু নামে পুত্র পিতলের ও লৌহের নানা প্রকার কৰ্ম্মকরিতেনিপুণ ছিল;ঐ তুবল্কাবিলের নরম ২৩ নামী এক ভগিনী ছিল। পরে লেমুকআপন স্ত্রীদিগকে কহিল, হে আদা ও হে সিল্লা, তোমর অামার কথা শুন ; হে আমার নারীগণ, অামার বাক্যে মনোযোগ কর; আমি আক্রান্ত হওয়াতে ঐকমনুষ্যকে, ও আঘাত ২৪ প্রাপ্ত হওয়াতে এক যুবকে বধ করিলাম যদ্যপি কাবিলের বধের প্রতিফল সাত গুণ হয়, তবে অামার বধের প্রতিফল সাতত্তর গুণ হইবে।২৩ - ২৫ অনন্তর আদম পুনর্বার হব। স্ত্রীতে উপগত হইলে সে গৰ্ববতী হইয়া আর এক পুত্র প্রসব করিল, এবংকাৰিল কর্তৃক হত হাবিলের প্রতিনিধি স্বৰূপ আর এক পুত্র, পরমেশ্বর আমাকেদিলেন, ইহা কহিয়া সে তাহার নাম ২৬ শেৎ (অর্থাৎ প্রতিনিধি) রাখিল । পরে ঐ শেতের এক পুত্র জমিলে সে তাহার নাম ইনোশ রাখিল তৎকালে লোকের পরমেশ্বরের নামে প্রার্থনা করিতে । লাগিল ॥ ২৪ - ৫ অধ্যায় । ১ আদমের বিবরণ,.৬ ও শেতের বিবরণ, ৯ ও ইনোশের বিবরণ, ১২ ও কেমনের বিবরণ, ১৫ ও মহললে, লের বিবরণ, ১৮ ও ফেরদের বিবরণ,২১ ও হনোকের o , द (ो) कल्लिन। (ता) विशाज्र इङ्गेटङ !
পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।