৬ অধ্যায় ।] আদিপুস্তক } Yo ২৬ হইলে লেমক নামে তাহার এক পুত্র জন্মিল। তুষ্টার জন্মের পর সে সাত শত বিরাশি বৎসর জীবৎ থাকিয়৷ ২৭ আরো সন্তান সন্ততির জন্ম দিল । সৰ্ব্বশুদ্ধ নয়শ ত উনসত্ত্বরি রৎসর বয়সের সময়ে তাহার মৃত্যু হইল। ৩২ ২৮ অনন্তর লেমকের এক শত বিরাশি বৎসর বয়সের সময়ে তাহার একপুত্র হইলে, ভূমিতে আমাদের ২৯. পরিশ্রম ও ক্লেশজনক ঈশ্বরের যে অভিশাপ আছে, তদ্বিষয়ে ঐ পুত্র আমাদের সান্থন জন্মাইবে, ইহা ভাবি ৩• য়। লেমক ঐ পুত্রের নাম নোহ (অর্থাৎ সান্থনকারী) রাখিল । ঐ নোহের জন্মের পর লেমক্ পাচ শত ৩১ পচানব্বই বৎসর জীবৎ থাকিয় আরো সন্তান, সন্ততির জন্ম দিল, সৰ্ব্বশুদ্ধ সাত শত সাতান্তরি ৩ বৎসর বয়সের সময়ে তাহার মৃত্যু হইল । পরে নোহের পাঁচশত বৎসর বয়স হইলে শাম্ ও কাম ও ষেফৎ নামে তাহার তিন পুত্র জন্মিল। ৩৩ ৬ অধ্যায়। w ১ অবিহিত বিবাহের কথা, ৫ ও মনুষ্যের ছষ্টত প্রযুক্ত প্লাবনের কথা, ৯ ও নোহের বংশাবলি, ১৪ ও জাহাজ নিৰ্ম্মাণের কথা । ১. এই ৰূপে পৃথিবীতে মনুষ্যের বৃদ্ধি হইলে ও অনেক২ ২ কন্যাজন্মিলে, ঈশ্বরীয় লোকের ঐহিক লোকদের কন্য গণকে পরম সুন্দরী দেখিয় আপন২..ইচ্ছামঠে
পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।