&o আদিপুস্তক | [৭ অধ্যায় ২০ আন ; ফলতঃ পক্ষী ও পশু ও পৃথিবীতে উরোগামী দুই২ আপন জাত্যনুসারে প্রাণ রক্ষার্থে তোমার নিকটে ২১ যাইবে । এবং তোমাদের ও ইহাদের আহারার্থে উপযুক্ত সামগ্ৰী আনিয়া আপনার নিকটে সঞ্চয় কর। ২২ তাহণতে নোহ সেই ৰূপ করিল, ঈশ্বরের আজ্ঞা নুসারেই তাবৎ কৰ্ম্ম করিল । ৩৬ ৭ অধ্যায় ] ১ জাহাজ আরোহণ করিতে নোহের প্রতি ঈশ্বরের তা জ্ঞা, ৭ ও নোহের ও তাহার পরিবারের ও পশু প্রভূতির জাহাজ আরোহণ, ১৭ ও প্লাবনের বিবরণ। পরমেশ্বর নোহকে কহিলেন, তুমি সপরিবারে জাহজে আরোহণ কর, কেননা এই কালে তোমাকেই ১ সাধু দেখিতেছি । অতএব পৃথিবীতে যেন এই সকলের বংশ থাকে, তন্নিমিত্তে শুচি পশুর স্ত্রী ও পুরুষ লক্টর প্রত্যেক জাতির সাত * যোড়া, এবং অশুচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির দুই যোড়, এবং খেচর পক্ষিগণের স্ত্রীপুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত # ষোড়া আপনার সঙ্গে লওঁ । ৪ কেননা সপ্তাহের পর আমি চল্লিশ দিবারাত্রি পৃথিবীতে বৃষ্টি করাইব, এবং পৃথিবীস্থিত মামার সৃষ্ট ৫. তাবৎ প্রাণী বিনষ্ট করিব। তখন নোহ পরমেশ্বরের ৬ মাঙ্গানুসারে তাবৎ কৰ্ম্ম করিল। এই নোহের ছয়শত > 砾 • * (ইত্ৰ) সাত সাত ।
পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।