* め আদিপুস্তক | ৯ অধ্যায় । পরিশোধ লইব; প্রত্যেক মনুষ্যের* নিকটেই মনুষ্যের জীবনের পরিশোধ লইব । যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত হইবে ; কেননা ৭ পরমেশ্বর আপন সাদৃশ্যে মনুয্যের সৃষ্টি করিয়াছেন। তোমরা প্রজীবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবীতে বহুতর হইয়া বদ্ধিষ্ণু হও | ss t ৮ অপর ঈশ্বর নোহকে ও তাহার সঙ্গি পুত্ৰগণকে ৯ কহিলেন, দেখ, তোমাদের ও তোমাদের ভাবিবংশের ১০ ও তোমাদের সঙ্গি জাহাজ হইতে নির্গত গ্রাম্য ও বন্য পশু ও পক্ষি প্রভৃতি পৃথিবীস্থ তাবৎ প্রাণির ১১ সহিত আমি নিয়ম স্থির করি। আমি তোমাদের সচিত এই নিয়ম স্থির করি, জলপুীবনের দ্বারা তাবৎ প্রাণী আর বিনষ্ট হইবে না ; এবং জলপুবনের দ্বার। পৃথিবী ও আর কখনো বিনষ্ট হইবে না। ঈশ্বর আরো কহি লেন,-আমি তোমাদের ও তোমাদের সঙ্গি তাবৎ প্র নির ও ভাবিবংশের সহিত যে নিয়ম স্থির করি, ১১ তাঙ্গার এই এক চিহ্ন থাকিবে । আমি মেঘে আপন ধনুঃ স্থাপন করি, তাহ পৃথিবীর সহিত আমার নিয়১৪ মের চিহ্ন হইবে । যে সময়ে আমি পৃথিবীর উদ্ধে মেঘের সঞ্চার করিব, এবং সেই মেঘধনু দৃষ্ট হইবে, ১৫ তৎকালে তোমাদের ও প্রত্যেক, প্রকার প্রাণির সহিত আমার এই নিয়ম আছে, ইহা আমার স্মরণে
- (ইত্ৰ) মনুষ্যের ভ্রাতার।
> >