পাতা:হোমশিখা.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե'Տ বরুণ-আসে না আর, পান-পাত্র আজ তা’র আছে পড়ি’ আলয়ে তোমার ! রতির বীজন-বৃত্ত স্বষ্টি চারুতার ! কতদিন সন্ধ্যারাতে দক্ষিণ পবনে, পেয়েছি হে তব আলিঙ্গন ! টেনেছে মরণ-টানে পরাণ আমার তব গান,—ভৈরবে মোহন ! উদয়াস্ত রবিচ্ছট, প্ৰলয় মেঘের ঘট, সব সাজে সাগর তোমায়! দিবসের তীব্র আলো, তমিস্র নিশায় ! প্রশান্ত যখন তুমি, অস্তরে তখন জাগে ভয় দেখিয়া তোমায় ! ক্ষুব্ধ যবে ঝটিকায়, সুন্দর তখন, তখন তোমায় প্রাণ চায় ! কি এক মোহের টানে । ধায় প্রাণ তোমা পানে লালসা, কামনা, অমুরাগে ! জাগেন মরণ-কথা, ভয় নাহি লাগে !