পাতা:হোমশিখা.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা ৷ மூ-~இ হে হিরণ্যগৰ্ভ ! হে উদার ! পক্ষপুটে রাখিয়াছ ঢাকি স্বর্ণডিম্ব-সোনার সংসার ; হে আদিম! হে অপুর্ব পার্থী ! স্নেহ তব মুগভীর, নাহি তল নাছি তীর, নাহি তাহে তরঙ্গ চঞ্চল ; শুধু শাস্ত রক্ত চলাচল। তরঙ্গিত সাগর বিশাল,— শেষ যার ধরণীর শেৰে, ক্ষুব্ধ তার গর্জন করাল - ডুবে যায় মৌন তব দেশে ; ভাবের স্বপন-কায়, মনের জগতে, মায়া বিরচন করি যেন ফিরে,— নিঃশবে ও তিমির-শরীরে ! আছ তুমি সকলের মাঝে, ' তবু যেন নাই কোন 常传; দেহে তব ব্ৰহ্মাও বিরাজে, তবু তুমি নিলিপ্ত সদাই ! ১১২ ৷