পাতা:হোমশিখা.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৭ হোমশিখা। @NasirkhanBot (আলাপ)e সব মানি, সব ব্যাধি, বেদন ঘুচায়ে, পৃথ্বীরে করিব নিরাময়, কুৎসিতে করিব শোভাময়, বশে আনি কালফণী ফিরিব নাচায়ে । সন্দেহের সংশয়ের অন্ধকার দেশে ল’য়ে যাব জ্ঞানের মশাল, অর্ণধার খনির রত্নজাল তুলিয়া আনিব মোরা নিমেষে নিমেষে। এই ধূলিময় ধরা রহি এরি মাঝে, রাখে নর সংবাদ তারার ! ক্ষুদ্র নর তুচ্ছ নহে আর, - জেনেছে সে—এ বিশ্বের আত্মীয় সে নিজে । শত দিকে শত স্রোত, ঘূর্ণি শত শত, তারি মাঝে ক্ষুদ্র আপনার, যে শক্তিতে স্থির রাখা যায়, অমৃতের অংশ সেই বিশ্বে ওতপ্রোত।