পাতা:হোমশিখা.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোনশিখ; বিশ্বের মঙ্গল হেতু কর পরিশ্রম, মানুষের তরে কর তপ, কৰ্ম্ম—কৰ্ম্ম-কৰ্ম্ম কর জপ, আছে ত' মৃত্যুর পারে বিশ্রাম চরম। আগুণ জালায়ে রাখ! রাখ হে সজাগ ! হায্য দাবী যার যত আছে— অবনত হও তার কাছে – তা ব’লে নিজের দাবী করিয়ো না ত্যাগ। বন্ত্রিশিখা সম সদা হও উচ্চশির! স্বপবিত্র, নিষ্কল, নিৰ্ম্মল,— রেখা তেজ উৎসাহ প্রবল, ক্ষুদ্র হও—তুচ্ছ নও, হয়োন অধীর। সবাই হইতে নারে যোগী জিতেজিয়, হতে পারে সরল সবাই, ' খলনে পতনে ক্ষতি নাই, সরল যে সেই সাধু বিশ্বের সে প্রিয়। Yos