পাতা:হোমশিখা.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হোমশিখা ৷ (G)، سس سهام مم-سسساس ایرانی) ঘণ্টা কবির কর্ণে বাজায়ে বধির করিছে কারা? অঙ্কুশ হানি অঙ্গে কে তব বহায় রক্ত ধারা ? জানু পাতি’ কেন অবনত শিরে রয়েছ নীরবে, হায়, দাড়াও উঠিয়, ঘৃণ্য কীটেরা পড়ক লুটিয়া পায়। দাড়াও হে ফিরে উন্নত শিরে হাসি উজ্জ্বল হাসি, হাতে হাতে ধরি গুণী, জ্ঞানী, বীর, শিল্পী, রাখাল, চাষী ; জগতে এসেছে নূতন মন্ত্র বন্ধন-ভয়-হারী, সাম্যের মহাসঙ্গীত নব গাহ মিলি নরনারী ! “আমরা মানিনা মানুষের গড় কল্পিত যত বাধা, আমরা মানিনা বিলাস-লালিত ঘোড়ার আরোহী গাধা ; মানি না গির্জা, মঠ, মন্দির, কল্কি, পেগম্বর, দেবতা মোদের সাম্য-দেবতা অন্তরে তার ঘর ; রাজা আমাদের বিশ্ব-মানব, র্তাহারি সেবার তরে, জীবনী মোদের গড়িয়া তুলেছি শত অতন্দ্র করে; আশা আমাদের স্থতিক ভবনে বিরাজিছে শিশুরূপে, তারি মুখ চেয়ে জগতের বাহু খাটয় চলেছে চুপে! >(t),