পাতা:হোমশিখা.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘8) রূপ মাঝে মোহ বীজ,স্বর্ণকোষে প্রেমাছুর, মধু! সোম! মনসিজ ! দেহ সবে আনন্দ প্রচুর, গও যে শুষিব সুধা সব, সোম, সোম—আজি মধুংসব। দিনে, দিনে, মিলন মধুর, পুষ্ট কলা তুমি দিনে দিনে,— পূর্ণিমায় ক্ষীর-ভারাতুর— উপমিত—গৰ্ত্তিণীর স্তনে ; তারপর অবসাদ, দূরে দূরে প্রতিদিন, , সফলার পতি সাধ কে না জানে—নিত্য হয় ক্ষীণ ; হায় সোম, দীর্ঘ বিভাবরী জাগে যুবা পূৰ্ব্ব কথা স্মরি। সেই দেখা—সেই চেয়ে থাকা, কাছে কাছে থাকিবার সাধ, তরুতলে ঘুমঘোরে ডাক, ছেলেখেলা মধুর বিবাদ,