পাতা:হোমশিখা.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানুষ-মানুষ হ’ক ফিরে, প্রেমে, জ্ঞানে, শক্তিতে সমান ;– কি প্রশান্ত, অতলাস্ত তীরে, অর্ক-টক নীরে ভাসমান, কি অস্তার্ক-সিন্ধুকূলে নিত্য তমস্বান, দ্বীপে, দ্বীপে, দেশে দেশে নর— আত্মবলে করুক নির্ভর । মানবের বিরাট সজঘাত এক দেহ হ’ক এক প্রাণ, এক অঙ্গে বাজিলে আঘাত সৰ্ব্ব অঙ্গে পড়ে যেন টান,— আঁখি ছুটে, বাহু উঠে হয়ে একতান ; একের সাধিতে পরিত্রাণ । সবে যেন হয় এক প্রাণ । অসিবর্ষ —এসিয়া বিপুল, উক্ষরূপী যুরোপ উদাষ, উষ্ট্ররূপী আফ্রিকা অতুল, আমেরিক বন-বৃষ নাম—- কুৰ্ম্ম সম পৃষ্ঠে ধরি কত পুরীগ্রাম, পুরে, গ্রামে লোক দলে দল ; ক্ষমতায় বহে অবিচল। Gbo