(94)
ভাই লাল বাজারের চালান লইয়া বনে গিয়াছে সে বাড়ী আইলে টাকা দিতে পারি।
সে কত দিনে আসিবে। তবে তুই খাজানার টাকা দিবি।
তোরে পেয়াদা মহশুল দিয়া বসাইয়া রাখিয়া টাকা লইয়া ছাড়িয়া দিব।
মহাশয় ভাই বাড়ী না আইলে আমাকে কাটিয়া ফেলাইলেও টাকা হবে না।
জমাদার এ বেটাকে পেয়াদা মহশুল দেও।
যে হুকুম মহাশয়।
তৎকথা।
জমাদার সাহেব রহ। গোটাকতক কথা কর্ত্তা মহাশয়কে কহি।
ও হারামজাদাকে এখানহইতে লইয়া যাও।
মহাশয় খাজানার টাকার জন্যে এত তম্বি করিতেছেন যে জমি বুনিয়াছিলাম তাহাতে কিছু ফসল পাইলাম না।
ভাদ্র মাসে যে ফসল পাইয়াছিলি তাহা কি করিলি।
ভাদ্র মাসে কোথায় ফসল পাইয়াছিলাম এ শন সে জমিতে কিছু হয় নাই।
আর২ গ্রামের জমিতে ফসল হইল তোর জমিতেই হইল না।
মহাশয় সে কিমত খারাব জমি তাহার কথা রমজানকে পুছ কর।
তৎকথা।
কেমনরে রমজান এ বেটা কি বলে। তুই দেখিয়াছিস।
মহাশয় সে জমিনে বিস্তর তরদুদ করিয়াছিল তাহা জল হইল না কি করিবে।
ভাল তুই করার লিখিয়া দে কয় রোজ ব্যাজে টাকা দিবি।