পাতা:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/২১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
(8)

 সাহেব সে প্রমাণ কিন্তু গোলাম আপন শক্তিমত ত্রুটি করে না।


 ভাল ঘরে যাইয়া তাহার তজবিজ করিব।

 গাড়ি এইখানে রাখ আমি এথাহইতে হাঁটিয়া যাইব। গাড়ি যাওনের পথ বন্ধ।

 গাড়ি ফিরাইয়া রাখ আমি শীঘ্র ফিরিয়া আসব।

 গাড়ি ফের স্বস্থানে লইয়া যা।

তৎকথা।

 বেহারা বুট খোল।

 যে আজ্ঞা সাহেব খুলছি।

 বেহারা গরম পানি আন।

 সাহেব জল তপ্ত করিতে চড়াইয়াছে তৈয়ার হইলে আসিয়া শীঘ্র আনিব।


 কি। গরম পানি এখন পর্য্যন্ত তৈয়ার হয় না আমি না গাড়িতে যাওন কালে হুকুম দিয়া গেলাম।

 সাহেব তৈয়ার হইল প্রায়।

 কি বলিস। তোরা বুঝি আমার হুকুম মানিস না। ভোর বেলায় হুকুম দিলাম যে কাযে সে এখন তাগাদি তৈয়ার হয় না।

 সাহেব তকসির হইয়াছে আর রাগ করিবেন না।

 এ কেমন তকসির বাহিরের সাহেবলোক এ ঘরে হাজরিতে আসিত তাহরা আইল না ইহাতে রক্ষা যদি আসিত তবে কি হইত। আমার বড় লজ্জা হইত।


 সাহেব গোলামে রদের তকসির হইয়াছে মাফ হুকুম হয়।