পাতা:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(30)

 তোর বলদ গাই গোটা তিন চারেক বেচিয়া টাকা শোধ কর আর কি।


 মহাশয় তুই মা বাপ তোমার চরণ ছাড়িমু না মহাশয় আপনি বিচার করুন হলগরু বিক্রি করিলে চাস কেমন করিয়া চলিবে।

 তোর কথা শুনিব না আজি অর্দ্ধ টাকা দে।

 আমি পারিব না। মোর পিতার পরলোক হইল পর্সু তাহার শ্রাদ্ধ হবে ঠাকুরকে পনেরো টাকা না দিলে তিনি কারযয্য করিবেন না ও আর দশ জনকে খাওয়াইতে হয় গরু গোটা সাতেক বেচিতে হবে। মোর দুঃখের সীমা কি।


 গরু বিকেলে আমার টাকার শোধ কেমন হবে তোর ঘরে আর সংস্থান নাই।


 মহাশয় কপাল মন্দ কি করিতে পারি।


বাগান করিবার হুকুম।

 আমি এক বাগান করিতে চাহি।

 সাহেব কত বড় বাগান করিবেন ও কি২ গাছ রুপিবেন।


 বাগান বিঘা দশেক ভূমি হবে আধা শাক সবুজি ও আধা ফুল ফলারি।


 সে অতিবড় বাগান হবে মালি জন দশ বারও না হইলে তাহার কার্য্য চলিবে না।


 ভাল আমি লোক দিব কিন্তু আর কি২ চাহ।

 কোদালি কুড়ালি দা খুন্তি পাসান কাস্ত্যা দড়ি ডালি এ সকল চাহি।


 এথায় দেখ এই মাথা২ কেয়ারি কর এবং চুকা হালিম গজরা কোপি সলগ্রাম শলুফা পালঙ্গ পিড়িঙ্গ মূলা ও আর২ যত প্রকার বীজ মিলিবে সে সকল বুন।