এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(32)
আচ্ছা তা করিমু তাহীর বীচি ঢের পাইব কিন্তু লাউ শশা শীমটীম কিছু ফেলা হইবে না।
ফেলাব। কিন্তু উহার বড় লতা চড়ে এত জায়গা কোথা পাইব।
কিছু ভাবনা নাই জায়গা ঢের আছে এখানে চাঙ্গি করি।
বাগানের ভিতরে এত জঙ্গল কেন কি জন্য এ কেয়ারি নিড়ান কর না।
সাহেব বড় কার্য্য আছে সব ফলের গাছ রুপিতে২ অবসর কিছু পাই না সে কারণ সকলি বন হইয়া গিয়াছে।
কি২ গাছ রুপিয়াছ।
আম্র কাঁঠাল কামরাঙ্গা সফ্তালু তুত নেম্বু বাতাবি করঞ্চা ফলসা বাদাম আতা নেয়া ও পেয়ারা ও কত গণ্ডা ফুলের গাছ।
তুই সকলেতে মনোযোগ কর এ সকল নিড়া এমন বন থেকে পারি না।
ভদ্রলাক২ প্রাচীনে২।
হেদে যে কও কোথাহইতে।
অদ্য কলিকাতাহইতে।
বাটীহইতে কবে।
বাটীহইতে অদ্য দিবস পনের হইল।
এত দিন কোথায়।
এত দিন পথে২ প্রায় আট দশ দিন হুগলি ছিলাম।
বটে। এইনিমিত্ত এত গৌণ হইল।