(48)
সাধু খাতকি।
হাহে রহমৎ খাঁ সাঁজিআড়ার গোবিন্দ ঘোষ অগ্রহায়ণ মাসে টাকার করার করিয়া গিয়াছে এখন পৌষ মাস তথাপি টাকা দিল না। যাওদিকি সে বেটাকে ধরে আন।
মহাশয় এই গোবিন্দ ঘোষ আসিয়াছে।
হারে তুই যে বলিয়াছিলি অগ্রহায়ণ মাসে টাকা দিব সে সকলি অলীক তুই বড় ঠেঁটা লোক আন দেকি টাকা দে।
মহাশয় যাহা বলিতেছেন সে সকলি সত্য বটে কিন্তু কাযে২ ঠেঁটা হইলাম। আমার কথা কবার পথ নাই কি বলিব। যাহাতে এত দিন আছেন আর কুড়ি দিন কাল সবুর করুন আমি ধান কাটিয়া পাঁচই মাঘে টাকা দাখিল করিয়া দিব। এই কয় দিন মাফ করিতে হবে এখন মারুনি ভাল কি কাটুনি ভাল।
তা হবে না। যে কপে পরিস টাকা দিয়া তবে যা বেটা বারে২ এক ভ্রুকুটি করে এক বার বলিল ভাদুই ধান বেচে দিব আবার এখন এক পেকনা করিয়াছে। বুঝই টাকা দিবার গা নাই। যাহে এক জন মাতবর লোক মালজামিন লইয়া ছাড়ে দেহ।
ঘটকালি।
ঘটক মহাশয় আমার বড় পুত্রতির বিবাহ দিব আপনি একটি সুমানুষের কন্যা স্থির করিয়া আনুন বিস্তর দিবস গৌণ না হয় বৈশাখে কিম্বা আষাঢ়ে হইতে চাহে। আমি বিবাহ দিয়া কার্য্য স্থলে যাব এখন না হইলে যে খরচপত্র আনিয়াছি সে ফুরিয়া যাবে।