(72)
তাহাই হবে। কিন্তু কিছু২ সক চিড়া ও খাসা মুড়কি করিয়াছি যদি কোন মহাশয় চাহেন তবে দেওয়া যাবে।
সে ভাল করিয়াছ তাহাতে ক্ষতি নাই সে অধিক হইয়াছে অধিকন্তু ন দোষায়।
দানোৎসর্গের স্থান কোথায় হইয়াছে।
ঐ দক্ষিণদিগে সভার স্থান হইয়াছে।
কল্য ক্ষৌরের দিন তাহার আয়োজন অদ্য প্রস্তুত করিতে হইবে।
যে আজ্ঞা মহাশয়। অদ্য আর কার্য্যের বক্রি রাখিব না।
দান সমস্ত বাঁধিয়া প্রস্তুত কর।
তা হইতেছে। দুইটি ষোড়শ হবে একটি বৃষ তাহার সামগ্রী তৈয়ার হইয়াছে।
বৃষ ও বৎসতরি আনিয়াছ।
হাঁ মহাশয় তাহা আসিয়াছে কিন্তু বাছুর চারিটা অতিবাদ মাহার্ঘ্য হইয়াছে।
কেন। আগে ওখানে সংবাদ দিতে পার নাই দিলে আমি তাহার ঠিকানা অল্পে ঐ খানে করিতে পারিতাম।
আগে তাহা হয় নাই এখন আর কি হইতে পারে নিবড়ান ঘরে আর যুক্তি নাই।
তা বটে। যাহা হইয়াছে সে ভালই হইয়াছে এখন বিবেচনায় আর কার্য্য দেখে না।
কল্য ক্ষৌর হবে সমস্ত জ্ঞাতি কুটুম্ব নিমন্ত্রণ করিতে পারিবা।
হাঁ তাহা হইয়াছে তাহারদিগকে নিমন্ত্রণ করিতে লোক গিয়াছে।