(86)
ভাল তুই থাক। তোর শ্রাদ্ধের চালু চড়াইয়া আমার আর কায।
যা তুই আমার যত করিতে পারিস করিস। তোর ভয়েতে আমাকে এ বাড়ী ছাড়িতে হইল।
কি তোমরা রাঢ় চোড়ের মত রাত্রি দিন ঝগড়া কর কিছু ভয় নাই।
দেখদেখি। আমি উহাকে ভাল মন্দ কিছু বলি নাই খামখা আমার পুত কাটে নাথি মারে এত বড় পোড়া কপালির কপাল।
তোমরা সকলি ভাল কেউ মন্দ নও এখন এই তাগাদি ক্ষমা দেও সকলে ঘরে যাও কথা শুন তোমারদের যে ধারা ইহাতে কোন ভাল মানুষ তোমারদের বাটী আসিবে না ভাত ও জল খাবে না। সকলি রহেলা। মানুষের সন্তান নও।
আমাকে কি করিতে বল আমি এ বাড়ী ছাড়িয়া না গেলে আমার নিষ্কৃতি নাই।
এখন তোমরা যার২ ছাল্যা পিল্যা নীয়া ঘরে যাও তথন সকল কথা বুঝা যাবে। এই তাগাদি রাখ ক্ষমা দেও।
আমি বাড়ী যাই গো বৌরা। সন্ধ্যা হইল বাড়ীর কায কাম কিছু হয় নাই ছাল্যা পিল্যা কত গালাগালি দিবে এখন যাইতে২ কতক্ষণ হইবে। অন্ধকার রাত্রি।
যজমান যাজকের কথা।
পুরোহিত ঠাকুর ঘরে আছেন।
কে ও রামসুন্দর রায় আইস২। বিছানা দেরে তামাকু দে কও বাবাজি কি মনে করিয়া আসিয়াছ।
আপনি কি বিস্মৃতি হইয়াছেন।