100 RAJAVALI. গিয়া থাকেন, তাছার দ্বারা এ সমাচার দেওয়া যাউক। সকলে এই বিচার করিয়া চন্দ্র ভাটকে সমাচার দিত্তে কছিলেন। চন্দ্র ভাট অস্থঃপুরে গিয়া রাজাকে সম্বাদ দিলেন, হে মহারাজ, যেমন বালির ভয়ে পলায়িত সুগ্রীব বানর রামচন্দ্রকে সহায় করিয়া পুনরায় যুদ্ধার্থে উপস্থিত হইয়াছিল, তেমনি মহারাজের ভয়ে কান্দিশক শাহাবুদ্দীন যবন জয়চন্দ্রকে সহায় করিয়া পুনর্ব্বার যুদ্ধার্থে নারায়ণ গ্রামে উপहिङ इइम्राप्छ, दिरिङ अरुथान हउँख। श्रृंभू ज्ञाड़ा ध्ञ्ज स्राप्प्लेद्ध ७३ বাক্য শুনিয়া সে পূর্ব্বপরাজিত জ্ঞানে সুসাধ্য জানিয়া তাচ্ছল্য করিয়া কছিলেন, নারায়ণ গ্রামে ষে সৈন্য আছে, সেই সৈন্য তাছার পরাজয়েতে পর্ষ্যাপ্ত আছে, অতএব নারায়ণ গ্রামস্থ সৈন্যদিগকে যুদ্ধ করিতে আডা পাঠাইয়া দিতে মন্ত্রিদিগকে বল। তদনন্তর চন্দ্রভাট মন্ত্রিদিগকে রাজাডা জানাইলেন, মন্ত্রিবণ রাজাভানুসারে নারায়ণ গ্রামের সৈন্যদিগকে যুদ্ধ করিতে কহিয়া পাঠাইলেন, এবং তার ২ অনেক সৈন্য পাঠাইলেন, কিন্তু মনে সকলেই রাজার প্রতি বিরক্ত হইলেন। কোন ২ মন্ত্রী কছিলেন, রাজার অনীভ্যাচরণে রাজলক্ষী কখনও থাকেন না; যে পরাজিত শৰু পুনর্ব্বার যুদ্ধ করিতে আইসে, সে দৃঢ়তর উপায় সমবধান না করিয়া আইসে না। শাহাবুদ্দীন পূর্ব্বে পরাজিত হইয়া পলাইয়াছিল, সম্প্রতি জয়চন্দ্র রাজাকে সহায় করিয়া যুদ্ধ করিতে আলিয়াছে। জয়চন্দ্র রাজার মহাবল পরাক্রান্ত অনেক যোদ্ধা আছে, মহারাজ এ সকল বিলক্ষণরূপে জানেন, তথাপি এইরূপ নিশ্চিন্তু, না জানি ঈশ্বরেচ্ছা কি আছে। আর এক মন্ত্রী কহিলেন, অনেক দিন হইল, এক সময়ে রাজা যবনদের প্রাগলভ্য শুনিতে পাইয়। অনেক বেদজ্ঞ পণ্ডিতদিগকে আনাইয়া কছিলেন, ছে পণ্ডিভেরা, এমন কোন যজ্ঞের আরিস্ত কর, যাহাতে যবনদের প্রতিভা ও প্রাগলভ্য উত্তরোত্তর হ্রাস হয়। পণ্ডিতেরা আজ্ঞা করিলেন, ছে মহারাজ, এমন যজ্ঞ আছে, আমরা করিতে ৪ পারি; কিন্তু আমরা যে সময়ে অবধারণ করিব, সেই সময়ে এ যজ্ঞের যুপ স্থাপন যদি হয়, তবে সে যুপ যাবৎ থাকিবে, তাবৎ ঘৰনেয়। এ দেশে কখনও BBBBBB BBBB D BBBS BB BBBB BB BBB D D0D BBB হইয়া বড় সমারোহ করিয়া যজ্ঞের আরম্ভ করিলেন। যুপ স্থাপনের সময় হইলে পণ্ডিতদের অনুমতিমাত্রে যুপ স্থাপন করিতে যুপ উঠাইস্তে নানা যতন করিলেন, যুপ কদাচ উঠিল না। তদনম্বর পণ্ডিতের কছিলেন, হে মহারাজ, ঈশ্বরের যে ইচ্ছা সেই হয়, পুরুষ ঈশ্বরেচ্ছার উপর প্রবল নয়, কিন্তু তাছার সহকারী বটে; ঈশ্বরেচ্ছ সহকৃত পুরুষ কার্য্যসাধক হয়, অতএব নিবৃত্ত হও, বুঝি এ সিংহাসন যবনাক্রান্ত হইবে। বোধ হয়, মহারাজ পণ্ডিত লোকদের এই ৰাক্য স্মরণ করিয়া - Google
পাতা:Introduction to the Bengálí Language - Volume 2.djvu/১১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।