24 TALES OF A PARROT. 2KVII.-Tale of the Elephant. এক মঞ্জুক এক ভুমর এক পক্ষী ইহার এক হস্তিকে নষ্ট করিয়াছিল তাহার কথা। এক নগরের মধ্যে এক বৃক্ষ, তাহার শাখ ছত্রের ন্যায়, তাছার উপর এক ক্ষুদ্র পক্ষী অণ্ড রাখিয়াছিল। তার পর এক দিবস এক ছত্তী সে স্থানে গমন করিয়া সেই বৃক্ষেতে আপন গাত্র ঘর্ষণ করিতে ২ শরীরের ঠেসেতে বৃক্ষ লড়িয়া সেই সকল আগু ভূমে পড়িয়া নষ্ট হইল। পরে সেই ক্ষুদ্র পক্ষী মনোদুঃখেতে দুঃখিত হইয়া সেই ভরুর শাখাতে শরীর আছাড়িয়া সর্ব্বদা রোদন করিত। কিন্তু এক দিবস সেই কুছু পক্ষী মনে বিবেচনা করিল, আমি মসার তুল্য ছত্তির কি করিব? পরে সেই পক্ষী ছত্তিকে অভিশাপ দিয়া মনে বিবেচনা করিল যে এই হৰী আমার বড় শজু; কোন ছল করিয়৷ ইহাকে দূর করিব; কিন্তু ইহাকে দূর করা আমার সাধ্য নছে; আমার এক দীর্ঘচক্ষু পক্ষী বন্ধু আছে, তাহার নিকট গমন কৱি। ইহাই স্থির করিয়া তাহার সমীপে গমন করিয়া আদ্যোপান্তের সমৰ বৃত্তান্ত কহিয়া কছিল, ও বন্ধ, এক ছৰী আমার দুঃখদায়ক হইয়াছে, অতএব আমার এই দুঃসময় উপস্থিত; তুমি আমার বন্ধু; যদি তুমি কোন উপায় না কর, তবে তোমার সহিত আমার কি প্রীত্তি? বন্ধুতা করা কিছু পরকালের কারণ নহে, কিন্তু বন্ধু তাহারে বলি যে দুঃসময়ে উপকার করে। ইহাই শুনিয়া দীর্ঘচক্ষু পক্ষী উত্তর করিল, এ বড় বিষম কর্ম; আমি একাকী ছত্তিকে দুর করিতে কখন পারি না; আমার এক বন্ধু ভুমর আছেন, তিনি অতি সুবোধ এবং বিবেচক; চল আমরা জাহার সছিভ পরামর্শ করি। ইহা কহিয়৷ সেই দুই পক্ষী ভুমরের নিকট যাইয়। এই বৃত্রাপ্ত জ্ঞাত করাইল। ভুমর ইহা শুনিয়া ভীত হইয়া কছিল, এ কর্ম আমার সাধ্য নহে; চল, আমার এক বন্ধু মণ্ডুক আছেন, আমরা সকলে তাহার সমীপে যাইয়। পরামর্শ করিয়া যাহা স্থির হয় তাছাই করিল। পরে তিন প্রাণী মণ্ডুকের নিকট পহুছিয়া তাহাকে ঐ সকল কথা জানাইঙ্গ। ডিম্ব ভাঙ্গিয়াছে শুনিয়া মন্থক বিস্তুর খেদ করিয়া কহিল, তুমি কিছু ভাবনা করিও না, নিরুদ্বেগে থাক; অনেকে পরামর্শ করিয়া চেষ্টা করিলে অতি উচ্চ পর্ব্বতকেও নীচ করিতে পারে। তাছার পর মধুক ছত্তিকে সে স্থান ত্যাগ করাইবার কারণ মনোমধ্যে বিবেচনা স্থির করিয়া ভুমরকে কহিল যে তুমি ছত্তির নিকট গমন করিয়া ভাছার কর্ণে মধুর শব্দ কর যেন তাছা শুনিয়া সে মত্ত হয়; তদনন্তর এই দীর্ঘচক্ষু পক্ষী আপন ঠোঠের দ্বারা তাহার দুই লোচন উৎপাটন করিলে হৰী পৃথিবীতে অপ্ত হইয়া ভূমণ করিবে; এই প্রকার কিছু কাল ভুমণ করিলে ছৰী -Google
পাতা:Introduction to the Bengálí Language - Volume 2.djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।