রাষ্ট্রনিরাপত্তার হানিকারক বা রাষ্ট্রের অস্তিত্বলোপপ্রবণ কোন বিষয় সম্পর্কিত৷
(৩) ঐ উপধারার অনুধারা (খ)-স্থিত কোন কিছুই ঐ অনুধারা প্রদত্ত অধিকারগুলিতে গণশৃঙ্খলার স্বার্থে যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করিতে কোন বর্তমান আইনকে বা রাষ্ট্রকে ঐরূপ কোন আইন তৈরীতে বাধা দিবে না৷
(৪) ঐ উপধারার অনুধারা (গ)-স্থিত কোন কিছুই ঐ অনুধারা প্রদত্ত অধিকারগুলিতে গণশৃঙ্খলা বা নৈতিকতার স্বার্থে যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করিতে কোন বর্তমান আইনকে বা রাষ্ট্রকে ঐরূপ কোন আইন তৈরীতে বাধা দিবে না৷
(৫) ঐ উপধারার অনুধারা (ঘ), (ঙ) ও (চ)-স্থিত কোন কিছুই ঐ অনুধারাসমূহ প্রদত্ত অধিকারগুলিতে জনস্বার্থে বা কোন তফসিলী উপজাতির সুরক্ষার জন্য যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করিতে কোন বর্তমান আইনকে বা রাষ্ট্রকে ঐরূপ কোন আইন তৈরীতে বাধা দিবে না৷
(৬) ঐ উপধারার অনুধারা (ছ)-স্থিত কোন কিছুই ঐ অনুধারা প্রদত্ত অধিকারগুলিতে জনস্বার্থে যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করিতে কোন বর্তমান আইনকে বা রাষ্ট্রকে ঐরূপ কোন আইন তৈরীতে বাধা দিবে না, এবং বিশেষত, ঐ অনুধারার কোন কিছুই পেশানির্বাহ বা জীবিকা, বৃত্তি বা ব্যবসা চালাইতে প্রয়োজনীয় পেশাগত বা কারিগরী যোগ্যতা নির্দিষ্ট করিতে বা কোন কর্তৃপক্ষকে তাহা করিবার অধিকার দিতে কোন বর্তমান আইনকে বা রাষ্ট্রকে ঐরূপ কোন আইন তৈরীতে বাধা দিবে না৷
২০. (১) কোন ব্যক্তিকেই এমন কোন অপরাধের জন্য দণ্ডার্হ করা যাইবে না যা যখন ঘটিয়াছিল, তখন প্রচলিত আইনে অপরাধ ছিল না; শাস্তিও অপরাধকালের আইন-অনুসারে প্রাপ্য শাস্তির বেশী দেওয়া যাইবে না৷
(2) কোন ব্যক্তিকেই এক অপরাধের জন্য একাধিকবার আদালতে অভিযুক্ত বা শাস্তি দেওয়া যাইবে না৷
অপরাধের দণ্ডাজ্ঞার ক্ষেত্রে সুরক্ষা৷