পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

INTRODUCTION. হস্তী ঘোড়া সাজে আর মহা মহাবীর। সাজিল অপার সৈন্ত আটার উজীর॥ বাষটি নাজীর সাজে ত্রিষটি সিগদার। হস্তে ঢাল সৈন্ত সাজে বিরাশী হাজার॥ নএ হাজার ধনুকি সাজে গুণ টঙ্কারিয়া। বন্দুকী সাজিয়া আইল সলিত হাতে লৈয়া॥ হস্তী ঘোড়া সৈন্ত সাজি ধরিল যোগান। তা দেখিয়া মৈনামতী বুলিল বচন॥ শুনএ রসিক জন এক চিত্ত মন। কহেন ভবানীদাসে অপূর্ব্ব কথন। The Dowager Queen Maināmati speaks on the vanity of human aspirations and on the fleeting nature of earthly possessions. যাইব যাইবা বাপু রে সন্ন্যাসী হইয়া। সোণামএ রত্নপুরী আন্ধার করিয়া॥ এমত বসেতে রাজা সন্ন্যাসী কিবা ধর্ম্ম। আপন গৃহেতে বসি সাধ নিজ কর্ম্ম॥ ঘোষ॥ মৈনামতী বোলে বাছা কিছু নহে সার। দুই চক্ষু মুদি দেখ সংসার আন্ধার॥ ইষ্ট মিত্র বাপ ভাই কেহ নহে কার। পুত্র কন্যা সঙ্গে রাজা না যাইব তোহ্মার॥ কাএয়া মাঞ সব ছারি বলে ধরি নিব। এমন সুন্দর তনু কাকেত মিশাইব॥ ধন জন দেখিআ আপনা বোল তারে। এ তন্তু আপনা নহে লৈয়া ফির যারে॥ কোন কর্ম্ম হেতু রাজা দেহ কৈলা পাত কি বুলি জোয়াব দিবা স্বামীর সাক্ষাৎ॥ আসিতে লেঙ্গটা রাজা যাইতে যাব শূন্ত। সঙ্গে করি নিয়া সাবে পাপ আর পুণ্য॥