bペ বাহকির উত্তর। . বঙ্গ-সাহিত্য-পরিচয়। এইত শরণাগত হইলাম তোমার। আমারে রাখিলে ধর্ম্ম হইবে তোমার॥ এমত বচনে দণ্ডী বিনয় করিল। সুমেরু শুনিয়া তবে ক্রোধযুক্ত হৈল। শুনিয়া কৃষ্ণের কথা মহাভীত হয়্যা। কহিতে লাগিল তবে দণ্ডী সম্বোধিয়া ৷ শুন রাজা তুমিত কৃষ্ণেতে অপরাধী। অখিলের নাথ তিহু বিধাতার বিধি। কেমনে শরণ দিয়া রাখিব তোমারে। কৃষ্ণ-সহ বাদ করে কে আছে সংসারে॥ কুর্ম্মরূপে পৃথিবী ধরিল নারায়ণ। কিঞ্চিৎ লড়িতে কাপে এ তিন ভুবন॥ আমিহ তাহাতে না পারি স্থির হইতে। কেমতে করিব যুদ্ধ তাহার সহিতে॥ অতএব ভাল চাহ যদি আপনার। ঘুড়ী দিয়া তার স্থানে মাগ পরিহার॥ ভকতবৎসল হরি জানে সর্ব্বজনে। শরণ লইলে দয়া করিব আপনে॥ সুমেরুর বাক্য শুনি দণ্ডী নৃপবর। নৈরাশ হইয়া দণ্ডী উঠিলা সত্বর॥ তুরঙ্গে চড়িয়া যায় মহাভীত মনে। বাসুকির স্থানে গেল পাতাল-ভুবনে॥ বাসুকিরে দণ্ডী রাজা নোঙাইল মাথা। বিনয় পূর্ব্বকে বলে আপনার কথা। বড়ই ত্রাসিত হইয়া আছি নাগরাজ। গোবিন্দের সঙ্গে বাদ বিপরীত কায॥ অরণ্যে পায়্যাছি আমি এই তুরঙ্গিণী। অন্তর্ণয় করিয়া চায় দেব চক্রপাণি॥ তে কারণে নিতে চাহি তোমার শরণ। গোবিন্দের ভয় হইতে করহ রক্ষণ॥ বাহুকি বলেন রাজা কি বলহ তুমি। গোবিন্দের শত্র যে রাখিতে নারি আমি॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।