পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છ૧8 দুর্য্যোধনের উত্তর। ৬ বঙ্গ-সাহিত্য-পরিচয়॥ দুর্য্যোধন বলে কথা শুন নরপতি। ' কি কারণে তোমার বিষঃ হুইল মতি॥ “ অতিশয় ভয়যুক্ত দেখি যে তোমারে। আপন বৃত্তান্ত রাজা কহত আমারে॥ - * - * is . . . so so;

  • 、*、 ...?

দণ্ডী বলে মহারাজ করি নিবেদন - বড় ভয় হইল আমি তোমার শরণ॥ “ এই তুরঙ্গিণী আমি পাইয়াছি বনে। “ ঘুড়ী চাহি পাঠাইল দেব নারায়ণে॥ “ না দিলু কারণে দুঃখী হইল আমারে। বলে ঘুড়ী নিতে চাহে দেব গদাধরে। ন্যায়পক্ষে তুরঙ্গিণী নিতে না পারিয়া। বলে নিতে চাহেন কৃষ্ণ আমারে মারিয়া। বড় বড় মহতের শরণ লইল। কেহ না শরণ দিয়া আমাত রাখিল। কুরুবংশে রাজা তুমি সভার প্রধান। পৃথিবীতে রাজা নাই তোমার সমান॥ অতএব তোমার শরণ নিলু আমি। কৃষ্ণ ভয় হইতে রাজা রক্ষা কর তুমি। দণ্ডী রাজার বচন শুনিয়া দুর্য্যোধন। উত্তর না দিল রাজা বিষাদিত মন॥ শুন কহি দণ্ডী রাজা আমার বচন। কৃষ্ণ-সহ বাদ কর কুমতি কথন। ত্রিভুবনের নাথ কৃষ্ণ জানহ যে তুমি। আমার ঈশ্বর কৃষ্ণ তার দাস আমি॥ কৃষ্ণ বিনে যদ্যপি হইত অন্য জন। অবশু করিতাম রক্ষা শুনহ রাজন॥ কৃষ্ণের সহিত বাদ করিতে না পারি। অন্ত স্থানে যায় রাজা তুমি শীঘ্র করি এমত বচন শুনি কৌরব রাজার। - বড়ই বিস্ময় মনে হইল তাহার॥ — o