ভাগবত-রাজারাম দত্ত—১৭শ শতাব্দী। boat তবে দণ্ডী ভয় বড় মনেতে ভাবিয়া। — কোথা গেলে রক্ষা আমি পাইব যাইয়া। এই মোর মনেতে ভরসা ছিল অতি। অবহু করিব রক্ষা কৌরবের পতি॥ দুর্য্যোধন নৃপতি করিব প্রতিকার। — সেই বলে কৃষ্ণদেব তাহার ঈশ্বর॥ - এখন কাহার আমি লইব শরণ। নাহি দেখি আমারে রাখিব কোন জন॥ যুধিষ্ঠির নরপতি ধর্ম্ম-অবতার। ভ্রাতৃগণ আছে তার বিক্রমে অপার॥ রাখিতে পরিবে মোরে হেন লয় মনে। এত ভাবি গেল রাজা যুধিষ্ঠির-স্থানে॥ ধর্ম্মরাজ-স্থানে গিয়া কৈল নমস্কার। কহিতে লাগিল দণ্ডী কথা আপনার॥ শুন ধর্ম্ম নরপতি মোর নিবেদন। কৃষ্ণ-ভয়ে লইলাম তোমার শরণ॥ দণ্ডী বলে অবধান কর ধর্ম্মরাজ। এই ঘুড়ী পাইলাম অরণ্যের মাঝ॥ বনে হইতে ঘুড়ী আমি এষ্ঠাছি ধরিয়া। কৃষ্ণ তাহা নিতে চাহে অন্তায় করিয়া॥ এই হেতু লইলাম তোমার শরণ। শরণাগতে রাজা তুমি করহ রক্ষণ॥ শরণাগতেরে দয়া যে জন করএ৷ - সকল দানের ফল সেই জন পাএ॥ধর্ম্ম হেন খ্যাতি রাজা আছয়ে তোমার। তোমা বিনে মোরে রক্ষা কে করিব আর॥ loos o or এমত দণ্ডীর বাক্য শুনিয়া বিনয়। কহিতে লাগিল তবে ধর্ম্ম মহাশয়॥ শুন ও রাজ তুমি বড়ই অজ্ঞান। যুধিষ্ঠির তথৈবচ। ত্রিভুবন-কর্তা সেই প্রভু ভগবান। সংসারের সার সেই দেব নারায়ণ। তাহার অধীন আমি শুনহ রাজন। ——
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।