yసితి বামন। পরশুরাম। বঙ্গ-সাহিত্য-পরিচয়। বলি-রাজা ছিল দেখ বিরোচন-স্থত। সমরে দুর্জয় দৈত্য বিক্রমে অদ্ভূত। ইন্দ্রকে জিনিঞা কৈল স্বর্গ অধিকার। নানা মতে অবজ্ঞা করিল দেবতার॥ দেবতার উপকার করিতে নারায়ণ। দুই পদে পৃথিবী জুড়িল ততক্ষণ॥ নাভিদেশ হৈতে এক পদ বাহির হৈল। সেই পদে স্বৰ্গ মর্ত্ত পৃথিবী জুড়িল। হেন মতে বলিকে পাতাল পাঠাইয়া। স্বর্গেতে স্থাপিল তবে ইন্দ্রকে লইয়া॥ হেন শক্তি ধরে সেই প্রভু ভগবান। এমত জনাকে ভীম কর অল্পজ্ঞান। পৃথিবী ক্ষত্রিয়-ভারে আক্রান্ত হইল। জমদগ্নি-ঘরে প্রভু জনম লভিল। রামরূপে পরশুরাম হৈল অবতার। নিঃক্ষেত্রী করিলা ক্ষিতি তিন সাত বার॥ কীর্ত্তবীর্য্য রাজা ছিল ক্ষিতির প্রধান। সহস্ৰেক বাহু ছিল মহাবলবান॥ পরশুরামের সঙ্গে যুদ্ধ যে হইল। সহস্ৰেক বাহু তার কুঠারে কাটিল॥ কাটিয়া শরীর তার খণ্ড খণ্ড কৈল। ক্ষেত্রী মারি পরশুরাম নিঃক্ষেত্রী করিল। নদ নদী বহাইল ক্ষত্রিয়-রুধিরে। হেন প্রভু নারায়ণ জগত-ঈশ্বরে॥ কেন বুদ্ধি অল্পজ্ঞান কর বৃকোদর। এমত তোমার কার্য্য নহে বীরবর॥ ত্রেতাযুগে রামরূপে দশরথ-ঘরে। জন্মিলেন নারায়ণ কৌশল্যা-উদরে॥ শুনিয়াছি রাবণ-রাজার সমাচার। দশ মুণ্ড কুড়ি বাহু আছিল তাহার॥ হরিল রামের সীতা সেইত রাবণ। সমুদ্র বান্ধিল রাম এইত কারণ॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।