INTRODUCTION. 95 The lamentations of Gopichūnd's Queen Aduna at his sannyås. রাগ পএয়ার ছন্দ। কান্ধএ অস্থান নারী কান্দয়ে পছন। কান্দএ রতন মালা আর কাঞ্চসোণী॥ অদুনার কান্দনে গাবীর গাব ছারে। পছনার কান্দনে সমুদ্র উজান ধরে। রতন মালার কান্দনে প্রাণ নহে স্থির। পদ্মমালার কান্দনে মেদিনী যাএ চির॥ চারি নারী কান্দে রাজার চরণে ধরিয়া। মৈনামতী বোলে তুমি যাইবা যুগী হৈয়া। যে দেশে যাইবা প্রিয় সে দেশে যাইব। ধরিয়া যুগীর বেশ সঙ্গতি থাকিব। তুমি সে যুগিয়া রাজা আক্ষিত যুগিনী। ঘরে ঘরে মাগিমু প্রিয়া রান্দি দিব ভাত। ছাড়িয়া না দিমু তোহ্মা শোন প্রাণনাথ। এক সৈন্দা রান্দি ভাত দুই সৈন্দা খাওাইমু। হাটিতে নারিল রাজা কোলে করি লইমু। রাজা বলে কি প্রকারে হাটিয়া যাইবা। সে পন্থে বাঘের ভয় দেখি ডরাইবা॥ খাউক বনের বাঘে তারে নাহি ডর। তোহ্মা আগে মৈলে হৈব সাফল্য মোহর। ষে দিন আছিনু শিশু বাপ মাএর ঘরে। সে দিন না গেল প্রিয়া দূর দেশান্তরে। অখন যৌবন হৈল তোমা বিদ্যমান। তুমি যুগী হৈলে প্রভু তেজিব পরাণ ৷ যখনে বাপের বাড়ী যাইতে চাইল আহ্মি। চুলে ধরি মারিবারে মোরে চাইলা তুদ্ধি। যে দিন অহুনার মাথে ছোট ছিল চুল। সে দিন তোহ্মার মাএ নিল পাণ ফুল ৷ এক বছরের কালে নিত্য আইল গেল। পঞ্চ বছরের কালে দেখি যোড়া দিল।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।