so o বঙ্গ-সাহিত্য-পরিচয়। যে পদ অর্থয়ে ব্রহ্মা ভবানী দেবতা। যে পদে জন্মিলা গঙ্গা মুক্তিপদ-দাত॥ গোপী সব পূজা কৈল যমুনীর কূলে। তপস্যার ফলে পাইল কদম্বের তলে॥ হেন কৃষ্ণ কেমনে পাইব আমি দেখা। না জানি কপালে মোর কিবা আছে লেখা॥ এতেক বলিয়া বিপ্র যান পথে পথে। প্রবেশ করিল গিয়া সেই দ্বারকাতে॥ গোবিন্দ ভাবনা করি যান দ্বারকাপুরী। দেখিব সাক্ষাতে আমি দেবতা শ্রীহরি॥ সচিন্তিত হইলা তবে সুদামা ব্রাহ্মণ। সুখময় পুরীখান দেখিল তখন॥ এ ভব-সংসারে প্রভু মোরে কর পার। দ্বিজ পরশুরাম গান কৃষ্ণ সখা যার॥ ক্ষুদের পুটলি কক্ষে কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকে কোথা কৃষ্ণ দৈবকীকুমার। পূর্ব্বেতে আছিলে সখা ইবে যদি পাই দেখা তবে জানি মহিমা তোমার॥ এত বলি দ্বিজবর প্রবেশিলা এক ঘর সেই ঘরে প্রভু নারায়ণ। লক্ষ্মীর সহিত হরি আছিলা শয়ন করি সখা দেখি উঠিল তখন॥ আইস অহে প্রিয় সখা চির দিনে হৈল দেখা আজি মোর দিবস সফল। ভাগ্যের নাহিক লেখা বন্ধুজনের সঙ্গে দেখা সুদামারে প্রভু দিলা কোল॥ তবেত ব্রহ্মাগুনাথে ধরিয়া বিপ্রের হাতে বসাইল পালঙ্ক উপরে। প্রেমে অঙ্গ গদগদ ব্রাহ্মণের দুই পদ ধুয়াইলা প্রভু গদাধরে॥ বিপ্রের পাদোদক লঞা আপন মস্তকে দিয়া তবে দিল লক্ষ্মীর মস্তকে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।