96 INTRODUCTION. সপ্তম বছরের কালে জানি বিভা কৈলা। নবম বছরের কালে মন্দিরেতে নিলা॥ তুন্ধি সাত আন্ধি এমত কালের বিয়া। হীরামণ মাণিক্য মুক্ত লৈক্ষ দান দিয়া॥ মোর বৈন পছনারে পাইলা বেভার। “ ধনরত্ন মোর বাপের আছিল অপার॥ সকল ছাড়িয়া আনিলা ভগ্নীরে আমার। - ছোট কালের বন্ধু মোরা জানিয় তোহ্মার॥ আপনার হস্তে প্রভু তৈল গিলা দিলা। আবের কঙ্কই দিয়া কেশ বিনাটিলা॥ লৈক্ষ তঙ্কার জাদ দিলা চুল বান্ধিবার। লৈক্ষ তঙ্কার খোপা দোলে পিষ্ঠের উপর॥ পিন্দিবারে দিলা প্রভু মেঘনাল শাড়ী। যেই শাড়ীর মূল্য ছিল বাইশ কাহন কোঁড়ী। পাএতে পিন্দাইলে রাজা সোণার নেপুর। হাটীতে চলিতে রাজা ঝামুর জুমুর। নিজ হস্তে কাম সিন্দূর কপাল ভরি দিলা। যোড় মন্দির ঘরে নিয়া রূপ রঙ্গ চাইলা॥ এ হেন দএয়ার বন্ধু কি দোষে ছাড়িলা। হেন প্রিয়া ছাড়ি কেন বিদেশে চলিলা॥ তোহ্মার আহ্মার নষ্ট কৈল যেই জন। নষ্ট কউরুক তার প্রভু নিরঞ্জন॥ o আহে প্রভু গুণনিধি কি বলিলা বাণী। শুনিতে বিদরে বুক না রহে পরাণী॥ . . . বনে থাকে হরিণী বনে ঘরবাড়ী ৷ - প্রেমের কারণে কাকে কেহ না যাএ ছারি॥ সর্ব্বদিন চরা করে বনের ভিতর। সৈন্দাকালে চলি যাএ আপনা বাসর। হরিণা যাএ আগে হরিণী যাএ পাছে। -, সর্ব্বদুঃখ পাসর।এ স্বামী থাকে কাছে॥ সেই পশুর বুদ্ধি তুক্ষি রাজার ঠাই। * এতবারে আঙ্গি নারী রাজা তোহ্মারে বুঝাই॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।