পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২০
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

পাএ ধরি কর্ণধার রাখ এইবার।
জাতি কুল শীল ছিল না রহিল আর॥
নায়্যা বলে শুন রাই আমার বচন।
সকল পাইবে আগে রাখহ জীবন॥
বসন ভূষণ রাখি ধর মোর করে।
যদি তরী ডুবে তবে ঝাঁপ দিব নীরে॥
তোমাকে করিব আমি সাঁতারিয়া পার।
উপায় না দেখি রাই ইহা বিনা আর॥
তবে যদি লাজ কর শুন বিনোদিনি।
আপনি বাহিয়া আন আমার তরণী॥
জলে ঝাঁপ দিয়া আমি পালাইয়া যাই।
তরণীর ভাল মন্দ তুমি জান রাই॥
বহু টাকা মোর লাগিয়াছে এই নায়।
তরণী ডবিলে তুমি দিবে তার দায়।


কত শত ইন্দু জিনি বদন সুন্দর।
চমকে দামিনী কিবা অতি মনোহর॥
নয়নে নয়নে কিবা সুধা বরিষয়।
চাঁদের উপর চাঁদ করিল উদয়॥
জলধর কিবা শোভা সৌভাগ্য দামিনী।
শ্যাম-অঙ্গে শোভা তেন পাইল বিনোদিনী।
যমুনায় অপরূপ দুঁহার মিলন।
সুখের নাহিক সীমা মোহিত মদন॥