পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বঙ্গ-সাহিত্য-পরিচয়।


ডাকের বচন।

বৌদ্ধযুগ—ডাক—খৃঃ ৮ম-১২শ শতাব্দী।

 আসামের বড়পেটার ৬।৭ মাইল দক্ষিণে বাউসী পরগণার মধ্যে লোহ নামক একখানি গ্রাম আছে। বড়পেটার লোকেরা এই গ্রামকে ‘ডাকের গ্রাম’ নামে অভিহিত করিয়া থাকে। আসামে প্রচলিত ডাকের বচনে এই কয়েক পংক্তি পাওয়া যায়,—

“লোহিডাঙ্গরা ডাকের গাওঁ।]

তিনিশ ষাটিটি পুখুরীর নাও॥
* * * *
সেই গাওঁত উপজিল ডাক॥”

 আসামবাসীরা বলিয়া থাকেন, এই ‘লোহ’ই সেই প্রাচীন ‘লোহিডাঙ্গরা’ নামের রূপান্তর। লোহগ্রামে এখনও ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি পুষ্করিণী আছে এবং সেই সকল পুষ্করিণীর পাড়ে প্রাচীন বসতির চিহ্ন দেখা যায়। এক সময় যে এই গ্রাম বিশেষ সমৃদ্ধ ছিল, এবং একটা বড় রাস্তা এস্থান হইতে কোচবিহার পর্য্যন্ত বিস্তৃত ছিল, এখনও তাহার চিহ্ন আছে। কথিত আছে, ডাকের পিতা জাতিতে কুম্ভকার ছিলেন। প্রথমে তাঁহার সন্তান ছিল না। কিছুদিন পরে মিহির নামক জ্যোতির্ব্বিদ্‌ কামাখ্যা দর্শনার্থ কামরূপ যাইবার পথে এই লোহগ্রামে উপস্থিত হন। ডাকের