করিবার যথেষ্ট কারণ এখনও পাই নাই। ডাকের বচনের অনেকাংশ অত্যন্ত দুর্ব্বোধ, যথাঃ–
"আদি অন্ত ভুঝসি।
ইষ্ট দেবতা যেহ পূজসি॥
মরণের যদি ডর বাসসি।
অসম্ভব কভু না খায়সি॥"
"বুন্দা বুঝিয়া এড়িব লুণ্ড।
আগল হৈলে নিবারিব তুণ্ড॥” ইত্যাদি।
ডাক ও খনার বচন শুধু বঙ্গদেশে নহে, এখনও উড়িষ্যায়ও প্রচলিত আছে। বহু-প্রচলন-হেতু ইহাদের ভাষা পরবর্ত্তী কালে যে অনেকটা পরিবর্ত্তিত হইয়াছে, তাহা অস্বীকার করিবার উপায় নাই; তবে আদিম রচনার চিহ্ন এখনও অনেক স্থলে বিদ্যমান আছে।
সন্তান-জন্মের পর।জন্মমাত্র বলে ডাক। পো এড়িয়া পোআতি রাখ॥[১] অথ ধর্ম্ম-প্রকরণ। ধর্ম্ম করিতে যে জন জানি। অথ রন্ধন-প্রকরণ। নিমপাতা কাসন্দির ঝোল। |
পলতা শাক রুহি মাছ। বলে ডাক বেঞ্জন সাছ[৩]॥ |