পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বঙ্গ-সাহিত্য-পরিচয়।
রাজা সেবিব এক মনে।

যেন রাজা ভাল জানে॥
যেন রাজা যেন দেশ।
তা দেখিয়া করিহ ভেশ॥

আনহি বসতি আনহি গোয়ালি।

হেন বসতের কি বাউলি॥[১]
রাজ-কাজ যে না বুঝে।
তা না পাঠাব দেওয়ানের মাঝে॥[২]

মনে যদি লই কসর।
পোখরি পাহাড়ে[৩] তুলিও ঘর॥

অথ গৃহিণী-লক্ষণ।

মিঠ রান্ধে সরুআ কাটে।[৪]

সে গৃহিণীতে ঘর না টুটে॥
যে কিছু মধুর বলে।
স্বামীর বোল শিরে ধরে॥
সুশীলা শুদ্ধ বংশে উৎপত্তি।
মিঠ বোল স্বামীতে ভকতি॥

আয় ব্যয় করে শাশুড়ীকে পূজে।
* * * *
সর্ব্বকাল স্বামীকে পূজে।

তাহাকে ধর্ম্ম আপনি যুঝে॥[৫]
রৌদ্রে কাঁটাকুটায় রান্ধে।
খড় কাঠ বর্ষাকে বান্ধে॥[৬]

ফুট ভাষে ডাক গোয়ালে।

এ গৃহিণীতে ঘর না টলে॥
চড়কা পীড়ি চড়ক ধুতী।
রান্ধে বাড়ে গায় না লাগে কালী॥
স্বামীর সেবা সাঁজে বাতি।
বলে ডাক লক্ষ্মীর স্থিতি॥
আতিথ্য দেখিয়া মরে লাজে।
তবু তার পূজায় লাগে॥

অল্পে অল্পে লোক ভুঞ্জায়ে।
* * * *
কাখে কলসী পানীকে যায়।

হেট মুণ্ডে কাকেহো না চায়॥

যেন যায় তেন আইসে।
বলে ডাক গৃহিণী সেই সে॥

  1. এক স্থানে বাস করিবার ঘর এবং অন্য স্থানে গোয়াল, ইহা পাগলের বাস করিবার উপযুক্ত। অর্থাৎ নিজের ঘরের নিকট গৃহস্থ গোয়াল রাখিবে।
  2. তাহাকে রাজসভায় পাঠাইতে নাই।
  3. পাড়ে।
  4. সরুআ=সরু। যে গৃহিণী ছোট ছোট কাঠে অর্থাৎ অতি অল্প কাঠ খরচ করিয়া সুমিষ্ট রন্ধন করিতে পারেন।
  5. ধর্ম্ম তাহার হইয়া যুদ্ধ করেন, অর্থাৎ তাহার পক্ষ আশ্রয় করেন।
  6. বর্ষাকে=বর্ষার জন্য। বর্ষাকালের জন্ত খড় কাঠ তুলিয়া রাখে।