অথ কুগৃহিণী-লক্ষণ।
গৃহিণী হইয়া রোষে বোলে। স্বামীর পীড়ি পায় টালে॥ |
এ নারীতে যাহার বাস। তাহার কেন জীবনের আশ॥ * * * * যে গৃহিণী আয় ব্যয় না বুঝে।বোল বলিতে উত্তর যুজে॥ * * * * তথা লক্ষ্মী ছাড়েন তখন॥এক বলিতে দুবোল বলে। |
- ↑ সূর্য্যোদয়ের পরে ছড়া দেওয়া।
- ↑ ধান ভানা।
- ↑ আয়ুদড়, আউদড়=আলুলায়িত। আয়ুদড় শব্দ হইতে যদি উদ্লা শব্দ আসিয়া থাকে তবে তাহার অর্থ—অনাবৃত।
- ↑ হাণ্ডী পালন না করে অর্থাৎ যত্বপূর্ব্বক হাঁড়ীরক্ষা না করে।
- ↑ পোয়ে ঝিয়ে=পুত্র এবং কন্যার প্রতি।
- ↑ বে-আলি=বিরুদ্ধ।
- ↑ সুশীলা রমণী কান্না শুনিয়া উৎসুকভাবে বাহিরে আসিবেন না।
- ↑ কাঠ খড় রৌদ্রের সময় পোড়াইয়া বর্ষাকালে যে গৃহিণী চালের খড় জ্বালিয়া রাঁধে।