পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

অথ স্ত্রীদোষ-লক্ষণ।

অতি দীঘলী হয় রাণ্ডী[১]

নির্দ্ধন হয়ে নাণ্ডা-মুণ্ডী[২]
পিঙ্গল আখি চপল মতি।
ওঠ[৩] ডাগর অলক্ষণ জাতি॥
পেট পীঠ উচ ললাট।
তা দেখিয়া ছাড়িহ বাট॥
দেয়র বধে স্বামী মারে।
বলে ডাক আর কিবা করে॥
নাক বাজে যার নিদ্রা গেলে।
সবাকে রুষিয়া বোল বলে॥
ভূমি কাঁপে যার পাএর ঘায়।
আছুক স্বামীর কাজ * খায়॥
ঘরে স্বামী বাহিরে বৈসে।
চারি পানে চাহে মুচকি হাসে॥
হেন স্ত্রীয়ে যাহার বাস।
তাহার কেন জীবনের আশ॥
যাহার ঘরে নাহি ঢেঁকি মূষল।
সে বহু ঝির নাহিক কুশল॥
বলে ডাক শুন সার।
পরের ঘরে উপজে জার॥[৪]
যত হয় কলা কাপাসে।
তত হয় সরিষা মাষে॥

যথা কলা কাপাসে বাড়ী

তথা লুব্ধ বহু ঝিয়ারী॥
ফুট ভাষে ডাক গোয়ালে।

* * * *
যাহার বহু ঝি দূর যান্তি।

তাহার নিকটে বসে অসতী॥
ঘরে আখা বাহিরে রান্ধে।
অল্প কেশ ফুলাইয়া বান্ধে॥
ঘন ঘন চাহে উলটিয়া ঘাড়।
বলে ডাক এ নারী ঘর উজার॥
পানী ফেলিয়া পানীকে যায়।[৫]
পরপুরুষ পানে আড় চক্ষে চায়॥
বাতি বুলে গীত গায়।

* * * *
ওড়ন[৬] কাড়ে[৭] বলে সানে[৮]

তাক লইয়া ঘর কেনে॥
যে নারী দিনে নিদ্রা যায়।
গালি দিলে রোষ করিয়া যায়॥
চিড়িপো[৯] কাহাকে না পুছে।
ডাক বলে বিভা কৈলে মিছে॥
নিয়ড় পোখরী দূরে যায়।[১০]
পথিক দেখিয়া আড় চক্ষে চায়॥

  1. রাণ্ডী=রাঁড়ী=বিধবা।
  2. নেড়া মাথা অর্থাৎ যাহার মাথায় অল্প কেশ থাকায় মাথা প্রায় কেশশূন্য।
  3. ওঠ=ওষ্ঠ।
  4. অপরের গৃহেই রমণীগণের স্বভাব নষ্ট হওয়ার সম্ভাবনা।
  5. পুনরায় বাহিরে যাইবার অভিপ্রায়ে তোলা জল ফেলিয়া দিয়া জল আনিবার ছলে বহির্গত হয়।
  6. ওড়ন=উত্তরীয় বসন।
  7. কাড়ে=বলপূর্ব্বক গ্রহণ করে।
  8. সানে—ইঙ্গিতে কথা বলে।
  9. ছেলেপিলে।
  10. পুকুর নিকটে, তথাপি জল আনিতে দূরে যায়।