অথ স্ত্রীদোষ-লক্ষণ।
অতি দীঘলী হয় রাণ্ডী[১]। নির্দ্ধন হয়ে নাণ্ডা-মুণ্ডী[২]॥ |
যথা কলা কাপাসে বাড়ী তথা লুব্ধ বহু ঝিয়ারী॥ * * * * যাহার বহু ঝি দূর যান্তি।তাহার নিকটে বসে অসতী॥ * * * * ওড়ন[৬] কাড়ে[৭] বলে সানে[৮]।তাক লইয়া ঘর কেনে॥ |
- ↑ রাণ্ডী=রাঁড়ী=বিধবা।
- ↑ নেড়া মাথা অর্থাৎ যাহার মাথায় অল্প কেশ থাকায় মাথা প্রায় কেশশূন্য।
- ↑ ওঠ=ওষ্ঠ।
- ↑ অপরের গৃহেই রমণীগণের স্বভাব নষ্ট হওয়ার সম্ভাবনা।
- ↑ পুনরায় বাহিরে যাইবার অভিপ্রায়ে তোলা জল ফেলিয়া দিয়া জল আনিবার ছলে বহির্গত হয়।
- ↑ ওড়ন=উত্তরীয় বসন।
- ↑ কাড়ে=বলপূর্ব্বক গ্রহণ করে।
- ↑ সানে—ইঙ্গিতে কথা বলে।
- ↑ ছেলেপিলে।
- ↑ পুকুর নিকটে, তথাপি জল আনিতে দূরে যায়।