পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৌদ্ধযুগ—ডাক—খৃঃ ৮ম-১২শ শতাব্দী।
পরপুরুষকে আড় চক্ষে চাহি।

পরসম্ভাষে বাটে রহি॥
এ নারী ঘরে না থুই।
রাণ্ডী হইয়া ভোগরাই[]
হাসিয়া চাহে আড় দৃষ্টি।
বলে ডাক সেই নষ্টী॥
যথা বাড়ী বাটে বাট।
যুবতী হইয়ে যায় হাট॥

* * * *
* * * *
বরিষাতে বিনি ছাতাতে যায়।

পানী দেখিয়া তরাসে ধায়॥
সিয়া পাতে[] খায় দুধ।
বলে ডাক সে বড় অবুধ[]
যে নারী কাটন নাহি কাটে।
রাতি পোহাইলে
পোপানকে সাটে[]
কিছু বলিতে যায় রোষে।
ডাক বলে পুরুষ দোষে॥

* * * *
* * * *
নৌকা থাকিতে যে সান্তরে।

বলে ডাক মে কি সাধবু তারে॥
মিছা কাজে গাছে চড়ন।
তাহার মরণ যখন তখন॥

যে পরের ঋণে লাগা হয়।

ব্রাহ্মণ হইয়া শৃদ্রাণীর খায়॥

* * * *
বলে ডাক তার বিনাশ॥

বেশ্যা হইয়া লাজউলী[]
মুখ পোড়াহ তার আগুন জ্বালি॥
চোর গাই বাঁঝি[] ছাগলী।
ঘরে আছে দুষ্টা মেহলী[]
খল পড়শী পো মুরুখ।
বলে ডাক এ বড় দুঃখ॥
বিনি চূণে গুয়া খায়।
ভাত হৈলে রোষ করিয়া যায়॥
ঘাট এড়িয়া অঘাটে নায়।
মাগ মরলে শ্বশুর বাড়ী যায়॥
সে কান্দিয়া রাত্রি পোহায়।

* * * *
এ চারিজন মৈলে নাহিক দোষ॥

ঈশ্বরের[] স্ত্রী সনে করে পরিহাস।
গাভুর বয়সে যাতে কাশ॥[]
গুরুজনকে করে উপহাস।
বলে ডাক তার নাই জীবনের আশ॥
না থুইব[১০] যে গুরু মারে।
না থুইব যে স্ত্রী জার করে॥
পরের বাড়ীতে যাহার বাড়ীয়ালী।
দুই স্ত্রীয়ে যথা কন্দলী॥

  1. ভোগী।
  2. ছেঁড়া পাতে।
  3. অবোধ।
  4. পোপানকে=পোলাপানকে=সন্তানদিগকে। সাটে=শাসন করে।
  5. লজ্জাবতী।
  6. বন্ধ্যা।
  7. মহিলা।
  8. ঈশ্বর=গুরু।
  9. গাভুর=যৌবন। যৌবন সময়ে যাহার কাশের ব্যারাম হয়।
  10. থুইব=রাগিব