লগ্ন-নির্ণয়। কি শ্বশুর মনে গণ। পীড়ার পরিণাম-বিচার। আসিয়া দূত দাঁড়ায় কোণে।
|
চন্দ্রগ্রহণ। যে যে মাসের যে যে রাশি। যাত্রা। দ্বাদশ আঙ্গুল করি কাঠি। |
- ↑ যদি সংবাদদাতা হস্তে কুটা ছিঁড়িয়া তাহা চর্ব্বণ করিতে করিতে প্রশ্ন করে, তবে রোগীর আয়ু ফুরাইয়াছে বুঝিতে হইবে।
- ↑ বার অঙ্গুলী পরিমাণ কঞ্চী বা সরু বাখাড়ী রৌদ্রের সময় দাঁড় করিয়া ধরিলে তাহার ছায়ার পরিমাণ যত অঙ্গুলী হইবে, তদনুসারে শুভযাত্রা বিচার্য্য। ঐ ছায়ার পরিমাণ যখন রবিবারে চৌদ্দ অঙ্গুলী, সোমবারে ষোল অঙ্গুলী, মঙ্গলবারে পনেরো অঙ্গুলী ইত্যাদি হইবে, তখন যাত্রা শুভ বলিয়া জানিবে।
- ↑ যাত্রাকালে সাধারণতঃ হাঁচিতে বা টিক্টিকীর শব্দে যাত্রা অসিদ্ধ হয়; কিন্তু পূর্ব্বোক্তরূপে শুভ-যাত্রা স্থিরীকৃত হইলে ঐ সমস্ত অশুভ লক্ষণ বিশেষ লাভজনক হইয়া দাঁড়ায়।
- ↑ রোহিণী নক্ষত্রে পশ্চিমে যাত্রা নিষিদ্ধ।
- ↑ বাহুড়ে=ফিরিয়া। হরি, হর বা ব্রহ্মার ন্যায় প্রতাপশালী হইলেও ফিরিয়া আসে না, অর্থাৎ মৃত্যু নিশ্চিত।