পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৌদ্ধযুগ—খনা—খৃঃ ৮ম-১২শ শতাব্দী।
১৫

খনা বরাহেরে বলে কোন্‌ লগ্ন দেখ।
লগ্নের সপ্তম ঘরে কোন্‌ গ্রহ দেখ॥[]
আছে শনি সপ্তম ঘরে।
অবশ্য তারে খোঁড়া করে॥
রবি থাকিলে ভ্রমায় ভূখণ্ড।
চন্দ্র থাকে ধরে নবদণ্ড॥
মঙ্গল থাকে করে খণ্ড খণ্ড।
অস্ত্রাঘাতে যায় তার মুণ্ড॥
বুধ থাকে বিষয় করায়।
গুরু শুক্র থাকে বহু ধন পায়॥[]

লগ্নে আকা[] লগ্নে বাঁকা[]
লগ্নে থাকে ভানুতনুজা।[]
লগ্নের সপ্তমে অষ্টমে থাকে পাপ।
মারে জননী পীড়ে বাপ॥

পরমায়ু।

কিসের তিথি কিসের বার।
জন্ম-নক্ষত্র কর সার॥
কি কর শ্বশুর মতিহীন।
পল্‌কে আয়ু বার দিন॥[]

নরা গজা বিশে শয়।
তাঁর অর্দ্ধ বাঁচে হয়॥
বাইশ বলদা তের ছাগলা।
তার অর্দ্ধ বরা পাগলা॥[]

  1. এই রকম বহু পদ আছে। তদ্দ্বারা খনার শ্বশুর যে বরাহমিহিরই ছিলেন, তাহা কল্পিত হইতে পারে। কিন্তু আমরা পূর্ব্বেই বলিয়াছি, এই সকল উক্তি সম্ভবতঃ পরবর্ত্তী কালে প্রবচনগুলির মধ্যে প্রক্ষিপ্ত হইয়াছে। বিশেষতঃ বঙ্গীয় প্রবাদ অনুসারে মিহির এবং বরাহকে দুই পৃথক্‌ ব্যক্তিরূপে কল্পনা করা হইয়াছে;—তাহার একজন পিতা এবং অপর জন পুত্ত্র। কিন্তু সুপ্রসিদ্ধ জ্যোতির্ব্বিদ্‌ বরাহমিহির একই ব্যক্তি ছিলেন। বরাহমিহিরের সঙ্গে বঙ্গদেশের কোনরূপ সংস্রব ছিল কি না, তাহা আলোচনীয়। যখন নানা প্রকার জনশ্রুতি ও প্রবাদে বঙ্গদেশের সঙ্গে তাঁহার সম্বন্ধ সূচিত হইতেছে, তখন মূলে কোন ঐতিহাসিক সত্য থাকিলেও থাকিতে পারে।
  2. জন্ম-রাশি হইতে সপ্তমে শনি থাকিলে খোঁড়া, রবি থাকিলে ভ্রমণ, মঙ্গলে অস্ত্রাঘাত, বুধে বিষয়, শুক্রে বহু ধন।
  3. আকা=অর্ক=রবি।
  4. রাহু।
  5. ভানুতনুজ=শনি।
  6. জন্ম-নক্ষত্রের পরিমাণ যত হইবে, তাহার প্রতি পলে ১২ দিন আয়ু।
  7. নরা=নর; গজা=গজ; (ইহাদের বয়স) বিশে=বিশ সংখ্যার সহিত; শয় এক শ; অর্থাৎ মনুষ্য ও হস্তী সাধারণতঃ ১২০ বৎসর বাঁচিয়া থাকে। হয়ের অর্থাৎ অশ্বের আয়ু উহার অর্দ্ধেক, সুতরাং ৬০ বৎসর। বলদের আয়ু ২২ বৎসর, ছাগলের আয়ু ১৩ বৎসর এবং বরাহের আয়ু ৬॥০ বৎসর।