পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৌদ্ধযুগ—রামাই পণ্ডিত—খৃঃ ১০ম-১১শ শতাব্দী।
১৭

নহি ছিল ছিষ্টি[] আর ন ছিল চলাচল[]
দেহারা দেউল নহি পরবত সকল॥[]
দেবতা দেহারা না ছিল পূজিবার দেহ।
মহাশূন্য[] মধ্যে পরভুর[] আর আছে কেহ॥
রিষি যে তপসী নহি নহিক বাম্ভন[]
পাহাড় পর্ব্বত নহি নহিক থাবর জঙ্গম॥
পুণ্য থল[] নহি ছিল নহি গঙ্গাজল।
সাগর সঙ্গম নহি দেবতা সকল॥
নহি ছিল ছিষ্টি আর নহি সুর নর।
বম্ভা বিষ্ণু ন ছিল ন ছিল মহেশ্বর॥
বারবরত নহি ছিল রিষি যে তপসী।[]
তীথ থল[] নহি ছিল গঙ্গা বারাণসী॥
পৈরাগ মাধব নহি কি করিবু বিচার।
সরগ মরত নহি ছিল সভি ধুন্ধুকার॥[১০]
দশ দিক্‌পাল নহি মেঘ তারাগণ।
আউ[১১] মিত্তু নহি ছিল যমের তাড়ন॥

* * * * *
শ্রীধর্ম্ম চরণারবিন্দে করিয়া পণতি।

শ্রীযুত রামাই কঅ শুনরে ভারতী॥

 উদ্ধৃত অংশের বর্ণবিদ্যাস কতকটা প্রাকৃত ব্যাকরণের অনুযায়ী, কিন্তু ভাষা তাদৃশ পুরাতন বলিয়া মনে হয় না; পয়ার ছন্দ বেশ শুদ্ধরূপে বিরচিত, এজন্য মনে হয় এই রচনার উপর নকল-নবিসগণ বিশেষরূপে হস্তক্ষেপ করিয়াছেন। কিন্তু অতঃপর যে সকল অংশ উদ্ধৃত হইবে,

  1. সৃষ্টি।
  2. চরাচর।
  3. দ্বার, দেবালয় এবং পর্ব্বত সকল ছিল না। (দেহারা ‘দ্বার’ শব্দের এবং দেউল ‘দেবালয়’ শব্দের অপভ্রংশ)।
  4. এই শূন্যবাদ মাধ্যমিক মহাযানানুযায়ী।
  5. প্রভূর।
  6. ব্রাহ্মণ।
  7. পুণ্য থল=পুণ্যস্থল=তীর্থস্থান।
  8. ব্রহ্মা, বিষ্ণু, শিব, বার-ব্রত, তপস্বী এবং ঋষি কেহই ছিল না।
  9. তীর্থ স্থান।
  10. স্বর্গ ও মর্ত্ত্য ছিল না, সুতরাং সমস্তই ধুম্রাকার অর্থাৎ শূন্যময় ছিল।
  11. আউ=আয়ু।