বৌদ্ধযুগ—রামাই পণ্ডিত—খৃঃ ১০ম-১১শ শতাব্দী। సి দুআরিরে (১) ভাই ধর গিআ তুহ্মার দণ্ডর নন্দন। লঙ্কার আরে দানপতি যাঅ। রূপার জাঙ্গালে পথ বাঅ॥ সহিতের দানপতি লেগেছে দুআরে। চরিত্রা আপুনি নিল নীল বরণ চনা। নীলাই পণ্ডিত আটশএ গতি। হনুমন্ত কোটাল নাহি ভাঙ্গ এ চনার বিবেচনা ৷ দুআরিরে ভাই ধর গিআ তুহ্মার দণ্ডর নন্দন। উদঅ (২) দুআরে দানপতি যাঅ। তামার জাঙ্গালে পথ বাঅ॥ সহিতের দানপতি লেগেছে আরে। গঙ্গা আপুনি লইল কাল বরণ চনা। ংসাই পণ্ডিতর বারশএ গতি। স্বরষ কোটাল নাহি ভাঙ্গএ চনার বিবেচনা ৷ (১) পশ্চিম দ্বারে শ্বেতাই পণ্ডিত, লঙ্কার দ্বারে ( দক্ষিণ দ্বারে ) নীল পণ্ডিত, প্রভৃতি ভাবে আমরা প্রতি দ্বারে সশিষ্য এক একটি প্রসিদ্ধ পণ্ডিত পাইতেছি। বৌদ্ধ সঙ্ঘারামের প্রতি দ্বারে এক একটী মহাপণ্ডিত শিষ্যপরিবৃত হইয়া বিরাজ করিতেন। প দ্বার-পণ্ডিত” কথাটা সম্ভবতঃ এই উপলক্ষে স্বল্প হইয়াছে। বিক্রমশিলার সজারামে ছয়ট দ্বার ছয়টা পণ্ডিত oão Afo o “The most erudite sages were appointed to guard the gates of the University. These were six in number, each of which had to be guarded by scholars designated ‘gate-keepers’. During the reign of Chanaka (955-983 A. D.) the under-mentioned eminent logicians acted as gate-keepers:– I. At the Eastern gate–Acharya Ratnakara Santi. II. At the Western gate—Vagiewara Kirti. III. At the Northern gate—Naropa. IV. At the Southerm gate—Prajma Karama. V. At the First Central gate–Ratna Vagan. VI. At the Second Central gate—Sarana Sri Metra.* –M. Indian Log.-P. 151. (২) পূর্ব্ব।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।