২২ বঙ্গ-সাহিত্য-পরিচয়। সন্ন্যাসী গতি যাইতি গাএন বাএন আরী দুয়ারপাল। ভাণ্ডারী ভাণ্ডারপাল রাজদূত কোমি কোটাল পাবে মুখ মুকতি (১)। এহি দেউলে পড়িব জয় জয় কার। দাতা দানপতির বিস্তু যাব নাশ। কোন মাসে কোন রাশি। বৈশাখ মাসে মেষ রাশি॥ হে বসুদেব! বার ভাই বার আদিত্য। হাত পাতি লহ সেবকর অর্ঘ পুল্প পানী। সেবক হব সুখী আমনি ধামাৎ কন্নি॥ গুরু পণ্ডিত দেউল্যা দানপতি সাংস্থর ভোক্তা আমনি। সন্ন্যাসী গতি যাইতি গাএন বাএন আরী দুআর পাল। ভাণ্ডারী ভাণ্ডারপাল রাজদূত কমি কোটাল পাবেক মুখ মুকতি। এহি দেউলে পড়িব জয় জয় করে। দাতা দানপতির বিঘ্ন যাব নাশ। কোন মাসে কোন রাশি। বৈশাখ গেলে জৈঠ মাস বৃষ রাশি। হে হরিহর বার ভাই বার আদিত্য। হাত পাতি লহ সেবকর অর্থ পুঞ্জ পানী। সেবক হব সুখী আমনি ধামাৎ কন্নি॥ গুরু পণ্ডিত দেউল্যা দানপতি সাংস্কর ভোক্ত আমনি। সন্ন্যাসী গতি যাইতি গাএন বাএন দুয়ারী দুয়ার পাল। ভাণ্ডারী ভাণ্ডারপাল রাজদূত কোমি কোটাল পাব সুখ মুকতি। এহি দেউলে পড়িব জয় জয় কার। দাতা দানপতির বিঘ্ন হব নাশ। ইত্যাদি। (১) মুক্তি।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।