বৌদ্ধযুগ—রামাই পণ্ডিত—খ্রঃ ১০ম-১১শ শতাব্দী। ২৫ রামাই পণ্ডিতের ধর্ম্মপূজা-পদ্ধতি। বদ্ধমান জেলার অন্তর্গত বিজয়পুর (বিজিপুর ) গ্রাম নিবাসী শ্রীহরিদাস ধর্ম্মপণ্ডিতের নিকট প্রাপ্ত তেরিজ পাতের প্রাচীন পুথি হইতে শ্রীযুক্ত হরিদাস পালিত মহাশয় নিম্নোদ্ধত অংশগুলি উদ্ধার করিয়া দিয়াছেন। ইহাতে ধর্ম্ম-রাজের পূজার মন্ত্রাদি ও ব্যবস্থা লিখিত আছে। পুথির মোট পত্র-সংখ্যা ৬৩। নিদ্রাভঙ্গ যাত্রাসিদ্ধি | প্রাতঃকালে ধর্ম্মরাজের মন্দিরের দ্বার মোচন করিয়া এই মন্ত্র বলিতে বলিতে ধর্ম্মবাজকে শয়ন হইতে তুলিতে হয়। যোগ নিদ্রায় কর ভঙ্গ, সবকর (১) দেখ রঙ্গ, পরিহার তব চরণে। নিদ্রা ভঙ্গ পরণাম করিব কেমনে॥ কিন্তু রামাই পণ্ডিত, তব কর তার। (২) নিদ্রাভঙ্গ যাত্রাসিদ্ধি, ধর্ম্ম রাজার জয় জয়কার। টিকা পাবন। চন্দন-ঘর্ষণের মন্ত্র। এই চন্দন দ্বারা ধর্ম্মরাজের কপালে ফোটা দেওয়া হয়; পুরোহিত বা ভক্তগণ হাতে চন্দন-কাষ্ঠ লইয়া চন্দনপীড়িতে চন্দন ঘষিতে ঘষিতে এই গীত গাহিয়া থাকেন, তাহা না করিলে চন্দন পূজায় লাগে না। বহুদান পবিত্র পবিত্র কর টিকা। যাহা হইতে হৈল প্রিয়ে শিবের অম্বিকা ৷ পাষাণের পীঠখনি, বিশ্বকর্ম্মার নির্ম্মাণ। তাহাতে চন্দন ঘষে পণ্ডিত চারিজন॥ (১) সবকর = সেবকের। (২) ধর্ম্মবাজার স্তব করে। 贊
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।