శ్రీ: ময়নার রাজার নিকট আগমন এবং রাজীকে মহাজ্ঞান লইতে অনুরোধ। ময়নামতীর নিবেদন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ছয় মাসের কাহিলা রাজা মহলের ভিতর। দেখা কৈরবার চায় রাজ-রাজেশ্বর॥ এ কথা শুনিঞা নেঙ্গ না থাকিল রৈয়া (১)। ময়নার মহলে চলিল হাটিয়॥ আগ দুয়ারে ময়নামতী পসার খেলায়। খিরকির দুয়ারে দিয়া পরণাম জানায়॥ কেনে কেনে নেঙ্গ আইলেন কি কারণ। নেঙ্গ বলে শুন মা শুন সমাচার। ছয় মাসের কাহিলী রাজা মহলের ভিতর॥ দেখা কৈরবার চায় রাজ-রাজেশ্বর॥ ধেয়ানে ময়নামতী ধেয়ান কৈরে চায়। ধেয়ানের মধ্যে যমের নাগাল পায়॥ আনিল বাঙ্গলা গুয়া মিঠা ভরি পাণ। ঐ বাঙ্গলা গুয়া কাটাইল (২) দিয়া করে দুইখান। পাণের বুকে চূণের নেওয়া (৩) দিয়া। হেট থিলি উপর খিলি মাইল্পে তুলিয়া॥ ষোল পুঠি জ্ঞান দিলে খিলিত ভরিঞা। পাণের বাট বান্দীর মাথায় দিয়া॥ নিকলিল (৪) ময়নামতী যাত্রা করিয়া। ঐ রাজার মহলে উত্তরিল গিয়া॥ কেনে কেনে মহারাজা ডাকিলে কি কারণ। ছয় মাসের কাহিলী রাজা মহলের ভিতর। তত্ত্ব খবর না করেন ময়না সুন্দর ৷ ময়না বোলে শুন রাজা রাজ-রাজেশ্বর। আমার শরীরের জ্ঞান নেও বোল শিকিয়া (৫)। আমার রসের নদী কন্দে যাবে শুকাইয়া॥ (১) বসিয়া=চুপ করিয়া। (২) কাটাইল = কাটারী। (৩) নেওয়া বা লেওয়া=কোমল স্তর। পূর্ব্ববঙ্গে ডাবের শাষকে ‘লেওয়া’ বলে। (৪) নিকলিল=বহির্গত হইল। (৫) বোল শিখিয়া=মন্ত্র শিক্ষা করিয়া।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।