"ව8 ময়নামতীর শয্য ত্যাগ। যমদূতগণের আগমন ও রাজাকে বন্ধন। রাজার মৃত্যু। গঙ্গার নিকট ময়নার জল-প্রার্থন। গঙ্গামুখে রাজার মৃত্যু সংবাদ। ময়নার শোক এবং যোগবল। বঙ্গ-সাহিত্য-পরিচয়। যেন মতে ময়নামতী হস্তে ঝারি নৈল। ইঁচি জিঠি (১) বাধা বিস্তর পড়িল ৷ যেন ঘড়ি ময়নামতী চতুরার (২) বাহির হইল। সাত (৩) দিয়া সাত জন গর্জিয়া সোন্দাইল (৪)॥ চামের দড়া দিয়া বান্ধিল। লোহার মুদগর দিয়া ডাঙ্গাইবার লাগিল। কে মারেন আমাক বিস্তর করিয়া। ময়নামতী গেছেন জলক লাগিয়া। এক ঝারি জল খাও (৫) উদর ভরিয়া॥ তোর মাইয়া (৬) পাইয়াছে গোরকনাথের (৭) বর। নাগাইল পাইলে ময়না না করে কুশাল (৮)। হাটুয়া পাড়ি কিলাইবে আমাকে বেলার পর। যমের মাইর সবার না পারিয়া। ময়না বলিয় রাজা দিল জীউ ছাড়িয়া॥ ঐ জীউ নিলে গোদা-যম লাঠিত বান্ধিয়া। (৯) সাত দিয়া সাত জন গেল চলিয়া॥ ত ময়না গঙ্গার তীরে গেল চলিয়া। ময়না বলে শুন গঙ্গা বলি নিবেদন॥ যে রাজার পূজা খাইলা এ বার বৎসর। এক ঝারি জল দিয়া প্রাণ রক্ষা কর॥ এক ঝারি বদলী বিয়াল্লিশ ঝারি লও। তাহাতে ধর্ম্মী রাজা জীউ বদলাও॥ কার বাদে (১০) জল নিয়া যাও ঝারি ভরিয়া। সে ত ধর্ম্মী রাজাকে গেল মরিয়া॥ এই কথা শুনিয়া ময়না রোদন করিবার নাগিল। লক্ষ টাকার ঝারি পাকাইয়া (১১) ফেলিল॥ (>) (8) (9) (s) টিক্টিকী। (২) চতুদ্বর্ণরের। (৩) সপ্ত দ্বার দিয়া। প্রবেশ করিল। (৫) খাও = খাম = খাব। স্ত্রী। (৭) গোরক্ষনাথের। (৮) মঙ্গল করিবে না। দণ্ডে বাধিয়া রাজার প্রাণ গোদা-যম লইয়া চলিল। (১০) বাদে = জন্ত। (১১) ঘুরাইয়া নিক্ষেপ করিল।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।