8 o গোদ-যমের নিকট স্বামীর প্রাণ যাজ্ঞ। সিদ্ধগণ ও দেবগণের আগমন। ময়নাকে উহাদের বরদান। বঙ্গ-সাহিত্য-পরিচয়। মাছিরূপ ধুইল ময়না একতর করিয়া। আপনার রূপ থৈল মুরত বদলাইয়া। ঐত গোদা-যমক ধরিল পিটিয়া। . এক পাজ এলুয়ে (১) খেড় (২) আনিল ওকড়িয়া (৩)। বানপুট কুচলি (৪) পাকায় তেপগীত (৫) বসিয়া। ময়নার কমরে যমের কমরে বান্ধনে বান্ধিয়॥ হাতের হেমতালের লাঠি দিয়া নি যায় ডাঙ্গাইয়া। ময়না বলে শুন যম বলি নিবেদন। আর ছাড়িয়া দেও আমার স্বামী ধন॥ তোমার স্বামী ধন আমি না দিব ছাড়িয়া। ঐটে হইতে ময়নামতী রোদন কৈরতে লাগিল। আমার পতি নাই ঘরে রে দীননাথ। আমি কার লক্ষে রবরে নবীন বাসত (৬)॥ তুড় তুডু করিয়া ময়ন হুঙ্কার ছাড়িল। যত মুনিগণক (৭) হুঙ্কারে নামাইল॥ পুষ্পরথে গোরক (৮) বিদ্যাধর। ঢেকি বাহনে নামিল নারদ মুনিবর। বাসায়ার (৯) পিঠিত নামিল ভোলা মহেশ্বর। ধনুক বাণে নামি গেল শ্রীরামলক্ষ্মণ॥ পাচ ভাই পাণ্ডব নামিল ঠাঞি ঠাঞি। যত শত মুনি নামিল তার লেখা যোথা নাই॥ মাথার চুল ময়না দুই আধ করিয়া। গোরকনাথের চরণত পড়িল ভজিয়া॥ রক্ষা কর রক্ষা কর গোরক বিদ্যাধর। আমার স্বামী ধন আনিছে ধরিয়া। আমার স্বামী ধনক না দেয় ছাড়িয়া॥ গোরকনাথ বলে শুন সমাচার। যত মুনিগণ পরামর্শ করিয়া। ময়নাক আশীর্ব্বাদ দেয়। (১) এলোমেলো। (২) খড়। (৩) উন্মুলন করিয়া। (৪) এক প্রকার খড়ের দড়ি বা বেণী। (৫) তিন পথের সন্ধি-স্থলে। (৬) আমি কার দিকে চাহিয়া নুতন বাস-ঘরে রহিব? (৭) মুনিগণকে। (৮) গোরক্ষনাথ। (৯) বৃষভের।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।