বৌদ্ধযুগ—মাণিকচন্দ্র রাজার গান—খ্রঃ ১১শ-১২শ শতাব্দী। 8 \ যা যা ময়না তোমাক দিলাম বর। সাত মাসী ছেলে হৌক উদরের ভিতর॥ যেন মতে মুনিগণ আশীর্ব্বাদ দিল। শোলার মত আছিল শরীর ক্রমে ভারী হইয়া গেল। আঠার মাসে জন্ম উনিশ বৎসরে মরণ। সিতাব (১) করি ভজে হাড়ির চরণ॥ ঐ গুরু ভজিলে না হবে মরণ॥ ঐ কথা শুনিয়া ময়না না থাকিল রৈয়া। আপনকার মহলত নাইগে উতরিল গিয়া। নও (২) কড়া কড়ি নিল হস্তত করিয়া। গঙ্গার কুলে গেল চলিয়া॥ নও কড়া কড়ি দিয়া মৃত্তিক কিনি নিল। আপন মহলক লাগিয়া গমন করিল। বুড়া (৩) ঘর ভাঙ্গিয়া বেগারি (৪) সাজাইল। সাইঙ্গে সাইঙ্গে (৫) খড়ী (৬) যাইতে লাগিল॥ তৈল স্কৃত সরিষা তিল যাবার লাগিল। যত জ্ঞাস্ত সগ (৭) আনিল রাও (৮) দিয়া। কাচা বাশ কাটিয়া মছলি (৯) সাজাইল॥ ধর্ম্মরাজকে নিল মছলি সাজাইয়া। ময়নামতী চড়ে কওয়াইরক (১০) লাগাইয়া॥ হরিগুণ-গান ময়না গাহিবার লাগিল। সঙ্কীর্ত্তন করিবার লাগিল নদীর পাহার (১১) লাগি গমন করিল। উত্তর দক্ষিণে চিতা আরোপিল। খুটী গাড়িয়া মাচান পাতিল। খুটার বগলে (১২) বসাইয়া গেল স্বতের হাড়ী। (১) অনুতাপ। - 6, নও = ৯। (৩) জীর্ণ। (৪) মজুর। (৫) যে বংশদণ্ডে কোন দ্রব্যাদি বাধিয়া লওয়া হয়, তাহাকে সাইঙ্গ বলে। - (৬) কাঠ। (৭) জ্ঞাস্ত = ঞ্জাতি; সগ = সকল। (৮) রাও = রব = সংবাদ। (৯) মাচা। (১০) কপাট। (১১) পাড়। (১২) নিকটে। o ময়নার গর্ভ ও দেবগণের ভবিষ্যদবাণী। ময়নামতীর স্বামীর চিতায় প্রবেশ এবং গোরক্ষনাথের বরে শরীর রক্ষণ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।