88. বঙ্গ-সাহিত্য-পরিচয়। তার নীচে বসাইয় গেল তৈলের ছঁাড়ী ৷ সরিষা তিল গুল্য দিল ছিটাইয়া। গুরু গুরু বলিয়া ময়ন হুঙ্কার ছাড়িল। সাক্ষাৎ গোরকনাথ আসিয়া খাড়া হইল॥ রক্ষা কর রক্ষা কর গোরক বিদ্যাধর। যাও যাও ময়না তোমাক দিলু বর॥ মাঘ মাসিয়া জাড় লাগিবে অনলের ভিতর। (১) কপাল ভর্ত্তি সিন্দুর ময়ন পরিতে লাগিল। পাটের সাড়ী ময়না পরিধান করিয়া। সুবর্ণ কাটারী আমের ঠাল নিল হস্তেতে করিয়া॥ উত্তর দক্ষিণে রাজাক নিল শোতাইয়া (২)। ময়নার ডাইন হস্তেতে রাজা শিতান (৩) দিল। একখান করিয়া খড়ী দিল নগরী ঘরে ঘরে। (৪) আকাশ জমিনে খড়ী ঠেক লাগিল। চোয়া চন্দন ছিটাইল চন্দ্র সদাগর। অনল লাগাইয়া দিতে নাই এক রতি॥ দুয়ারের আগত ছিল গুরু পারণের ঘর। র্তার উকা (৫) তুলে দিল হস্তের উপর। যত জ্ঞাস্ত সকল এক হাড়ী জল দিয়া। সাইঙ্গত করিয়া এক পাক দুই পাক পাচ পাক দিল। হরিবোল বলিয়া অনল লাগাইয়া দিল। যত ঘড়ী ব্রহ্মা স্কৃতের বাস পাইল। ধ। ধা করিয়া অনল জ্বলিবার লাগিল॥ সাত দিন নও রাইত (৬) ময়না অনলের ভিতর। পুড়িতে পোড়া না যায় পরিধানের কাপড়। ধর্ম্মী রাজাকে পোড়াইয়া ময়না কোলাতে কৈল ছাই। ঐত ময়না বৈসে আছে যেন ঘরের গোসাঞি॥ ধর্ম্মী রাজাকে পোড়াইয়া স্বর্গে উঠিল ধূয়া। বৈসে আছে ময়নামতী যেন কাচা সোণী॥ - s, छाड़-भाडा शत्रज्ञानज्ञ छात्र भड ड्रक् िअग्लिश डिङ অনুভব করিবে। (২) শোয়াইয়া। (৩) শিয়র। (৪) প্রত্যেক গৃহস্থ একখানি করিয়া কাঠ দিল। (৫) চলিত ভাষায় অর্থ উল্কা =অগ্নিস্ফূলিঙ্গ। (৬) নয় রাত্রি।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।